সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Price Drop: ইলেকট্রিক স্কুটারের দা’ম ক’মা’চ্ছে বিভিন্ন কোম্পানি, আজই ঘ’রে আনুন

বাইক প্রেমিকের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এবার একটি বড় ঘোষণা করা হলো। Faster Adoption and Manufacturing of Electronics Vehicle in India বা FAME-2-তে ভর্তুকির পরিমাণ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি বাড়ানো হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই বদান্যতায় দেশের পাঁচটি বৈদ্যুতিক স্কুটার প্রস্তুতকারী সংস্থা নিজেদের দুই চাকা যানের দাম এক লাফে অনেকটাই কমিয়ে দিয়েছে।

অর্থাৎ এই দুর্মূল্যের বাজারে যারা কম দামের বাইক কেনার কথা ভাবছেন তাদের জন্য এসে গিয়েছে সুবর্ণ সুযোগ। TVS, Ather, Okinawa, Magnus এর মতো বড় অটোমোবাইল কোম্পানিগুলি তাদের দুই চাকা মোটরযানের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। TVS Motor FAME-2 এর উপর সাবসিডি পাওয়ার তাদের IQube মডেলের দাম ১১ হাজার ২৫০ টাকা কমিয়ে দিয়েছে। যে কারণে দিল্লিতে এই মডেলের বাইকের দাম ১ লাখ ৭৭৭ টাকা ধার্য করা হয়েছে।

Ather নিজেদের মডেল Ather450X এবং Ather 450X Plus এর দামেও ব্যাপক ছাড় দিয়েছে। Ather450X এর দাম বেঙ্গালুরুতে ১,৪৪,৫০০ টাকা এবং দিল্লিতে ১,৩২,৪২৬ টাকা ধার্য করা হয়েছে। Okinawa Autotech ভর্তুকি পাওয়ার পর তাদের সংস্থার মোটরবাইকে ৭,২০৯ টাকা থেকে ১৭,৮৯২ টাকা পর্যন্ত ছাড় দিতে চলেছে। যার ফলে এই সংস্থার ইলেকট্রিক স্কুটারের দাম ১,১৭,৬০০ টাকা থেকে কমে হয়েছে ৯৯,৭০৮ টাকা।

Magnus and Zeal এর মোটরবাইকের দামের বড়োসড়ো ছাড় পাওয়া যাচ্ছে। Ampere Zeal-এর দিল্লিতে দাম ধার্য হয়েছে ৫৯,৯৯০ টাকা। Magnus-এর দাম ৬৫,৯৯০ টাকা ধার্য করা হয়েছে। ৩০শে জুন পর্যন্ত এই দাম থাকবে। অতএব বাইকপ্রেমীরা নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকলে এই সুযোগ যেন মিস করবেন না।