সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

RRR: কো’টি-কো’টি টাকার ক্ষ’তি নির্মাতাদের! অ’ব’সা’দে ফিল্মের অভিনেতা-অভিনেত্রীরা

ঠিক সময়ে রিলিজ না হওয়ার কারণে দারুণভাবে ক্ষতির মুখে এবার আর এস রাজামৌলি বহু অপেক্ষাকৃত ছবি আর আর আর। দেশজুড়ে করোনার দাপটে আবার ক্ষতির মুখে পড়তে চলেছে সিনেমা জগৎ। বক্সঅফিসের প্রতিযোগিতায় নিজেদের নাম লেখানোর আগেই কোটি কোটি টাকার ক্ষতির মুখে এই ছবির প্রযোজকেরা। আগাম পরিকল্পনা অনুযায়ী আগামী 7 ই জানুয়ারি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, করোনার কারণে অনেক বছর থেকেই এই ছবি ঠিক সময়ে রিলিজ হওয়ার সুযোগ পাচ্ছিল না। কিন্তু করোনার দাপট কিছুটা কমার পর এই ছবির ট্রেইলার থেকে শুরু করে সমস্ত রকম প্রমোশন শুরু হয়ে যায় মানুষের মাঝে। জুনিয়র এনটিআর, রামচরণ, অজয় দেবগন, আলিয়া ভাট অভিনীত বহু প্রতীক্ষিত ত্রিপল আর নিয়ে মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল এতদিন।

কিন্তু বলা বাহুল্য, করোনার নতুন স্ট্রেইন ওমিক্রন এসে সমস্ত কিছু থামিয়ে দিয়েছে। ইতিমধ্যেই অনেক জায়গায় ছবির প্রমোশন শুরু হয়ে গিয়েছিল,মুম্বাইয়ের একটি সংবাদ মাধ্যমের দ্বারা জানা গেছে প্রমোশনের জন্য বরাদ্দ করা হয়েছিল 18-20কোটি টাকা। এদিকে বিভিন্ন জনপ্রিয় টিভি শো গুলোতে এসে প্রমোশন পর্যন্ত করে গেছে ছবির স্টার কার্স্ট, তার মধ্যে অন্যতম বিগ বস , কপিল শর্মা শো।

ছবির প্রযোজকের মনে করে, সব জায়গাতেই দক্ষিণী অভিনেতাদের জনপ্রিয়তা নাই থাকতে পারে, আর সেই কারণেই ছবির প্রচারের জন্য তাদের অনুরাগীদের নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, আর সেই সূত্রে প্রযোজকদের খরচ হয়েছিল 2 থেকে 3 কোটি টাকা। তবে সূত্রের মাধ্যমে জানা গেছে শুধু পরিচালক ও প্রযোজকরাই নয়, জুনিয়র এনটিআর ও রামচরণ দুই প্রধান অভিনেতা এখন দারুণভাবে অবসাদগ্রস্ত। এই ছবির মাধ্যমেই তাদের জনপ্রিয়তা দেশজুড়ে বাড়তে চলেছিল, কিন্তু করোনার দাপট সেটা থামিয়ে দিয়েছে। জানা যাচ্ছে এই দুই অভিনেতা নাকি এখন কারো সাথেই দেখা পর্যন্ত করছে না।