সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

IIT: আর্টস-কমার্সের স্টুডেন্টরাও এ’বা’র পড়তে পারবেন IIT-তে! জানুন কি কো’র্স

ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পড়ুয়াদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আইআইটিতে পড়তে যাওয়ার লক্ষ্য থাকে। তবে জানেন কি যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেননি তারাও কিন্তু চাইলে আইআইটিতে পড়তে যেতেই পারেন। আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের জন্য ডিজাইন, ম্যানেজমেন্ট ইত্যাদির কোর্স করার অপশন থাকে আইআইটিতে। এক নজরে জেনে নিন এবং কমার্স পড়ুয়াদের জন্য আইআইটিতে কি কি কোর্স করার সুবিধা রয়েছে।

ব্যাচেলর অফ ডিজাইন (B.Des) : চার বছরের এই কোর্সে ডিজাইন প্রিন্সিপাল, ইমেজ এবং ফটোগ্রাফি শেখানো হয়। UCEED বা আন্ডার গ্র্যাজুয়েট কমন এন্ট্রান্স একজামিনেশন ফর ডিজাইন কোর্সের মাধ্যমে এই কোর্স হয়। IIT Bombay জাতীয় স্তরের এই পরীক্ষা নিয়ে থাকে। ভিস্যুয়ালাইজেশন, ডিজাইন নিয়ে চিন্তাভাবনা, প্রবলেম সলভ, অবসারভেশন, রিজনিং, ল্যাঙ্গুয়েজ ইত্যাদির ওপর পরীক্ষা হয়।

মাস্টার অফ ডিজাইন (M.Des) : এটি হলো ডিজাইন কোর্সের স্পেশালাইজেশন কোর্স। হিউমানিটিস বা কমার্স যে কোনও ব্যাকগ্রাউন্ডের পড়ুয়ারাই দুই বছরের এই কোর্স করতে পারেন। CEED পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। IIT Bombay, IIT Hyderabad, IIT Guwahati, IIT Delhi, IIT Guwahati এবং IIT Kanpur এ এই কোর্স করা যেতে পারে।

MA স্পেশালাইজেশন : পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, জিওগ্রাফি, ফিলোসফি, সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি বিষয়ে ২ বছরের মাস্টার অফ আর্টস করা যায়। IIT Gandhinagar, IIT Madras ও IIT Guwahati থেকে এই কোর্স করতে পারবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী থাকলে তবেই এই কোর্স পড়া যাবে।

মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) : CAT পাশ করে ইন্টারভিউ দিয়ে IIT-তে MBA করা যাবে। IT Bombay, IIT Delhi, IIT Madras, IIT Roorkee, IIT Kanpur, IIT Dhanbad, IIT Kharagpur ও IIT Jodhpur-এ পড়াশোনা করা যাবে।