সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ATM থেকে বে’র হয়েই চলেছে ৫০০ টা’কা’র নোট, টা’কা হাতাতে দৌ’ড় লাগান জনগণ

সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুর জেলা থেকে একটি আজব ঘটনা উঠেছে সকলের সামনে। কোন প্রযুক্তিগত ত্রুটির কারণে নাগপুর এলাকার একটি এটিএম মেশিন থেকে পাঁচগুণ অতিরিক্ত টাকা বের হতে শুরু করে দেয় হঠাৎ করে।

স্বাভাবিকভাবে এই খবর ছড়িয়ে পড়তে না পড়তেই ওই এটিএম এর সামনে লম্বা লাইন পড়ে যায়। রীতিমতো হুলুস্থুল কাণ্ড বেধে যায় ওই এটিএম এর সামনে। সঙ্গে সঙ্গে ব্যাংকের খবর দেওয়া হলে এটিএম টি বন্ধ করে দেওয়া হয়।

সম্প্রতি সংবাদমাধ্যম থেকে খবর পাওয়া গেছে, ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুর জেলার খাপারখেদা শহরের। একটি বেসরকারি ব্যাংকের এটিএম মেশিনে যান্ত্রিক গোলযোগ হবার কারণে এই ঘটনা ঘটে গেছে।

আরো পড়ুন: কিছুটা স্ব’স্তি! ভোজ্য তেলের দা’ম কমতে চলেছে শীঘ্রই, জানুন কতটা কমছে

জানা গেছে, এক ব্যক্তি পাঁচশত টাকা তুলতে গিয়ে পাঁচগুণ টাকা তোলার কথা উঠে আসে। এটিএম থেকে ওই ব্যক্তি পাঁচটি 500 টাকার নোট পেয়েছেন একটি 500 টাকার নোটের পরিবর্তে। বুধবারের ওই ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় এলাকায়।

ঘটনাটি ছড়িয়ে যেতেই এটিএম থেকে টাকা তুলতে বহু মানুষ ছুটে আসেন ওই এটিএমে। থানার এক আধিকারিক জানিয়েছেন, ব্যাংকের কোন গ্রাহক স্থানীয় পুলিশকে না জানানোর পর্যন্ত লোকেরা ওই এটিএম থেকে টাকা তুলতে থাকে।

খবর জানাজানি হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে এসে এটিএম টি বন্ধ করে দেন। পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে ব্যাংকের খবর দিলে জানা যায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটে গেছে।

এটিএম এ টাকা রাখার সময় সাবধানতা অভাবের কারণে এই ঘটনা ঘটেছে। টাকা দিবার সময় একশত টাকার ট্রেতে ভুল করে 500 টাকা রাখা হয়েছিল।

এই কারণে 100 টাকার পাঁচ মিনিটের পরিবর্তে 500 টাকার পাঁচটি নোট বের হতে শুরু করে দেয়। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ অফিসার।