সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OBC-দের জন্য বি’রা’ট সি’দ্ধা’ন্ত কেন্দ্রের, আসছে ন’তু’ন বিল, জেনে রাখুন

ওবিসি অর্থাৎ অনগ্রসর শ্রেণিদের উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ওবিসি অথবা অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সমস্ত মেডিকেল কলেজে ২৭% সংরক্ষণের ব্যবস্থা করে কেন্দ্র। এছাড়াও অবশ্য সম্প্রতি অখিল ভারতীয় কোটার অধীনে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণী ইউডব্লুএস (UWS) ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরও ১০% সংরক্ষণের আওতায় আনা হয়েছিল। এবার ভবিষ্যতের জন্য আরও একটি বিশেষ পরিকল্পনা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

ওবিসি শ্রেণীর জন্য বিশেষ পরিষেবা দিতে এবার থেকে কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক রাজ্যগুলিকে নিজ রাজ্যে আলাদা আলাদা ওবিসি শ্রেণীর তালিকা তৈরির স্বাধীনতা প্রদান করা হয়েছে। গত মে মাসে এই নিয়ে একটি রায় প্রদান করেছিল আদালত। সুপ্রিমকোর্ট সম্প্রতি জানিয়েছিল কেন্দ্র সরকারই একমাত্র ওবিসি সম্প্রদায়ের তালিকা তৈরি করতে পারবে। এরপর অবশ্য কেন্দ্র সরকার এই বিষয়ে ৫ই মে একটি রিভিউ পিটিশন দায়ের করে এবং উচ্চ আদালতকে রায় পুনর্বিবেচনার আবেদন জানায়।

যদিও কেন্দ্রের সেই পিটিশন খারিজ করে দেয় উচ্চ আদালত। যে কারণে এবার সংবিধান সংশোধন করে নতুন আইন আনার পথে হাঁটছে কেন্দ্র সরকার। সংসদের বর্ষাকালীন অধিবেশনেই এই নতুন বিল পাস হতে পারে বলে জানানো হয়েছে। এই বিল পাসের পর আইনে পরিণত হলে রাজ্য গুলি নিজের মত করে ওবিসি শ্রেণীর তালিকা তৈরি করতে পারবে। সংবিধানের অনুচ্ছেদ ৩৪২-এ এবং ৩৬৬(২৬)-সি সংশোধন মারফত নতুন আইন আনার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

এখন এই দেশে আলাদা আলাদা রাজ্যে এমন বেশ কিছু সম্প্রদায়ের মানুষ রয়েছেন যারা এক রাজ্যে ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিন্তু অন্য রাজ্যে তারা সেই সুবিধা পান না। গুজরাটের প্যাটেল সম্প্রদায় তার সব থেকে বড় উদাহরণ। আইন সংশোধন হলে ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষেরা বিশেষ সুবিধা পাবেন।