সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা সিনেমায় নায়িকারা শো-পিস মা’ত্র! টলিউড ফিল্ম নিয়ে বি’স্ফো’র’ক অভিযোগ এন কে সলিলের

বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার এন কে সলিল একসময় টলিউড কাঁপিয়েছেন। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ, দেব এইসব তারকাদের ছবির সংলাপ তারই লেখা। আর তার লেখা সংলাপ মানেই সিনেমাহল ফেটে পড়বে হাততালিতে। ১৯৯৮ সালে প্রসেনজিতের হাত ধরে বাংলা সিনেমা জগতে পা রেখেছিলেন এন কে সলিল। টলিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক ছবির বাজারে একের পর এক চুটিয়ে কাজ করেছেন তিনি। তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনেমা হিট হওয়ার পেছনে অনেক বড় ভূমিকা রেখেছিল তার লেখা সংলাপ।

কিন্তু আশ্চর্যের বিষয়, এন কে সলিল কেবলমাত্র নায়কদের মুখে মারকাটারি সংলাপ বসিয়েছেন। নায়িকাদের জন্য তেমন কোনও উল্লেখযোগ্য সংলাপ নেই কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমাদের মূল ধারার বাণিজ্যিক ছবি ভীষণভাবে নায়ক কেন্দ্রিক। আমি যদি আগেকার সিনেমার কথা বলি যেমন উত্তম-সুচিত্রার সময়কার সিনেমা, কী সব চরিত্র নায়িকাদের। নায়কদের থেকে কোনও অংশে কম নয়।”

তিনি আরও বলেন, “তবে আমি আমার ‘আঘাত’ ছবিতে ঋতুপর্ণাকে বেশ ভালো ভালো সংলাপ দিয়েছিলাম। তারপর ‘অরুন্ধতী’ ছবিতে কোয়েলকে দুর্দান্ত সব সংলাপ দিই। তবে ধীরে ধীরে বাংলা সিনেমায় হিরোইনরা হয়ে গেলেন শো-পিস। সে গান করবে, কান্নাকাটি করবে, তারপর কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে হিরো হিরোইনকে গুন্ডাদের হাত থেকে ছাড়াতে যাবে এই তো ব্যস। তাই আমি তো ইচ্ছা করলেই দিতে পারব না। আসলে এর আরেকটা কারণ হল আমরা যখন হিট ছবি করছি সবটাই প্রায় রিমেক ছবি ফলত গল্প তো আগে থেকেই বাঁধা। যতটুকু সুযোগ ছিল তার মধ্যেই করেছি।”

বর্তমানে সিনেমার তুলনায় সিরিয়ালগুলি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং বাংলা ধারাবাহিকের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “এখন অবশ্য ধারাবাহিক লিখছি সেখানে অভিনেত্রীদের খুব ভালো ভালো সংলাপ দেওয়া হয়েছে। কারণ সিরিয়ালে অভিনেত্রীরাই খুব স্ট্রং চরিত্র করেছেন।” এতকিছুর মাঝেও তিনি আক্ষেপ করেছেন এই বলে যে সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়দের মত গুণী পরিচালকরা তো নিজেদের সিনেমার গল্প নিজেরাই লেখেন।তাই তাদের সাথে আর কাজ করা হল না তাঁর।