সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তড়িঘড়ি জা’রি নয়া নির্দে’শি’কা, ব’র্ধি’ত পার্কিং ফি তু’লে নিলো কলকাতা পুরসভা

গতকাল রাতেই তড়িঘড়ি বর্ধিত পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করল কলকাতা পুরসভা। গতকাল ছিল ‘গুড ফ্রাইডে’ অর্থাৎ ছুটির দিন। কলকাতা পুরসভা একটি নির্দেশিকা জারি করে গত ১ এপ্রিল থেকে কলকাতা পৌরসভা এলাকায় বিভিন্ন ধরনের যানবাহনের পার্কিং ফি বৃদ্ধি করে। এরপরেই বিভিন্ন মহল এই নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

এমনকি শাসক দলের অন্দরেও চাপান-উতোর শুরু হয়। গতকাল রাত ৯ টা নাগাদ কলকাতা পুরসভা এক নির্দেশিকা দিয়ে জানিয়েছে যে পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত পুরনো পার্কিং ফি-ই বহাল থাকবে। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র এবং রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী।

সূত্রের খবর, এই ফি বৃদ্ধির মত ছোট খাটো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তাকে বিব্রত করতে চাননি তিনি। তাই ঘটনাটি মমতার চোখ এড়িয়ে যায়। তবে এই ঘটনায় মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হয়েছেন বলে জানা যাচ্ছে। ফি বৃদ্ধির খবরটি মমতার কানে আসতেই তিনি দ্রুত এই নির্দেশ তুলে নিতে বলেছেন।

আরো খবর: OnePlus Nord Buds 2- অ’র্ডা’র করার আগে কিছু অ’জা’না ত’থ্য জানা দরকার

ফিরহাদ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যদি বলেন তাহলে পার্কিং ফি বাড়ানোর নির্দেশ প্রত্যাহার করে নেব। কথাটি সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে না বলেও, দলের ভিতরেও বলতে পারতেন!’’

অন্য দিকে, দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন যে, “মুখ্যমন্ত্রীর নির্দেশ শীগ্রই বর্ধিত ফি প্রত্যাহার করে পুরনো হারেই পার্কিং ফি নিতে হবে । তিনি নাগরিকদের উপর ‘বাড়তি বোঝা’ চাপাতে চান না। “