সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OnePlus Nord Buds 2- অ’র্ডা’র করার আগে কিছু অ’জা’না ত’থ্য জানা দরকার

বাজারে এসে গেছে নতুন আরো একটি এয়ার বাড। ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড নর্ড বাডস 2। এটি সিই 3 লাইট 5G ফোনের সঙ্গে এই ডিভাইজটি লঞ্চ করেছে কোম্পানি। আকর্ষণীয় কম্প্যাক্ট ডিজাইন এবং বেশ কিছু নতুন ফিচার্স যোগ করা হয়েছে এই মডেলটিতে। অনলাইনে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে অর্ডার করা যাবে এই ইয়ারবাড।

ভারতে ওয়ানপ্লাস নর্ড বাডস 2 এর দাম রাখা হয়েছে 2,999 টাকা। এটি 11 এপ্রিল থেকে বিক্রি করা শুরু হতে চলেছে। কিন্তু অর্ডার করার আগে বা কেনা উচিত কিনা তা সিদ্ধান্ত নেওয়ার আগে এই ইয়ারবাডের 5 বিশেষ তথ্য জেনে রাখুন।

সিঙ্গেল বাটন পেয়ারিং রিসেট : একটি বাটন ট্যাপ করলে পেয়ারিং এবং রিসেট করা যাবে। সংস্থার দাবি চোখের পাতা ফেলতে না ফেলতেই পেয়ারিং হবে এবং খুব সহজে ও দ্রুত দুই ডিভাইজের সুইচ করা যাবে।

অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন : সেকেন্ড জেনারেশনের এই ইয়ারবাডে দেওয়া হয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার। 25ডিবি পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। বাইরে যতই কোলাহল হোক না কেন আপনার কানে প্রবেশ করবে না সেই আওয়াজ।

আরো খবর: দারুন উপহার নিয়ে বাড়ির দুয়ারে হা’জি’র বিশিষ্ট অতিথি! আ’ন’ন্দে আ’ত্ম’হা’রা সুদীপ্তা

হালকা ইয়ারবাড : এই ডিভাইজে আরও একটি আকর্ষণীয় ব্যাপার হল নর্ড বাডস 2 পূর্ব মডেলের তুলনায় খুবই হালকা। শুধু বডি নয়, চার্জিং কেসে ওজনও অনেক কম যথাক্রমে – 4.7 গ্রাম এবং 37.5 গ্রাম। মিলবে ইউএসবি সি চার্জিং। ধুলো এবং স্প্ল্যাশ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে মিলবে আইপি55 রেটিং।

গতিশীল ড্রাইভার : দারুণ বিল্ড কোয়ালিটির পাশাপাশি এতে রয়েছে 12.4 মিলিমিটার গতিশীল ড্রাইভার। এর মানে দারুণ ব্যাস ও সাউন্ড পাবেন শ্রোতারা। নন-ওয়ানপ্লাস ইউজাররা ইয়ারবাড ব্যবহার করতে পারবেন হেমেলোডি অ্যাপের মাধ্যমে।

এক চার্জে অনেক ক্ষণ : ওয়ানপ্লাসের দাবি এই ইয়ারবাডে একবার চার্জে টানা 36 ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে (কেস সহ)। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার অফ রাখা হয় তাহলে 30 ঘণ্টা ব্যবহার করা যাবে। কিন্তু এই ফিচার যদি অন থাকে তাহলে 27 ঘণ্টা পর্যন্ত চালু রাখতে পারবেন এই নর্ড বাডস 2।