সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অঙ্কিতা ভালো শিক্ষিকা ছিল! মন্ত্রীর মেয়েকে নিয়ে ম’ন্ত’ব্য স্কুলের প্রধান শিক্ষিকার

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলাতে নাম জড়িয়ে শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে অঙ্কিতা এবার থেকে আর নিজেকে স্কুল শিক্ষিকা হিসেবে পরিচয় দিতে পারবেন না। তিনি স্কুলে ঢুকতে পারবেন না এবং তাকে এত দিনে সমস্ত বেতন ফেরত দিতে হবে।

2017 সালের এসএসসিতে প্রথম মেধা তালিকায় কুড়ি জনের মধ্যে নাম না থাকা সত্বেও দ্বিতীয় তালিকায় অঙ্কিতার নাম ঢুকিয়ে দেওয়া হয়। অঙ্কিতার থেকে বেশি নম্বর পাওয়া সত্বেও দ্বিতীয় তালিকা থেকে ববিতা বর্মনের নাম ছেঁটে ফেলা হয়।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন কর্নেল ধরমবীর, বর্ডার ফি’ল্মে তাঁর ভূমিকায় অ’ভি’ন’য় করেছিলেন অক্ষয় খান্না

এরপর ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন অঙ্কিতা। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা দেবী অঙ্কিতাকে ভালো শিক্ষিকা বলে উল্লেখ করলেন।

রঞ্জনা দেবীর দাবি অন্যান্য শিক্ষিকাদের মতোই ছিলেন অঙ্কিতা। তিনি রোজ স্কুলে আসার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। সকল কাজে হাত লাগাতেন এবং সবার সঙ্গে সম্পর্ক রেখে চলতেন।

প্রধান শিক্ষিকা জানিয়েছেন সংবাদ মাধ্যম সূত্রে তিনি এই খবর জানতে পেরেছেন। এখন স্কুল ছুটি রয়েছে তাই তার সঙ্গে কারো কথা হয়নি। সরকারি নির্দেশ অনুসারে ব্যবস্থা নেবে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের ম্যানেজিং কমিটিই সকল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। বেআইনিভাবে চাকরিতে ঢোকার অভিযোগের পরিপ্রেক্ষিতে অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট।

তাকে দুই কিস্তিতে সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে প্রধান শিক্ষিকার এহেন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই।