সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার কি বিছানায় বসে খাবার খাওয়ার অ’ভ্যা’স? তবে বিপদ ডে’কে আনছেন নিজেই! জেনে রাখুন

এমন অনেকেই আছেন যারা বিছানায় বসে খাবার খান। কিন্তু এই অভ্যাস কি আদৌ ঠিক? আপনার কি মনে হয়? শাস্ত্রমতে, বিছানায় বসে খাবার খেলে চরম বিপদের আশঙ্কা রয়েছে। তাই নিজের ভালো চাইলে আগেভাগেই সাবধান হয়ে যান। বাস্তু কী, বাস্তুর মাহাত্ম্য কী, বাস্তু শাস্ত্রই বা কী ইত্যাদি সম্বন্ধে অনেক মানুষের আজও কোনো স্পষ্ট ধারণা নেই। এমন অনেকেই আছেন যারা বাস্তু মানেন না। মানুষ স্বাভাবিক জীবনযাপন করে ঠিকই, কিন্তু অনেকেই নিজেদের করা ভুলকে চোখে দেখতে পায় না। তাই বরাবর ভুল অভ্যাসই বজায় রাখেন। আর এই ভুল অভ্যাসগুলোই জীবনকে দুর্বিষহ করে তোলে।

আপনার বাড়ির বাস্তু ঠিক আছে কিনা তাও নির্ভর করে আপনার কর্মসূচির ওপর। যেমন ধরুন, আপনি আপনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন কোনো কাজ করার জন্য, কিন্তু সেক্ষেত্রে হওয়া কাজ আটকে যাবে। ঘরে রাখা সুঁচ থেকে দেওয়াল পর্যন্ত লাগানো ওয়াল পেইন্টিং, কিংবা ফুলদানি অথবা জলের বালতি ইত্যাদি জিনিস বাস্তুমতে ঘরে রাখা উচিত। না রাখা হলে যেমন একদিকে আর্থিক ক্ষতি হতে পারে, তেমনি স্বাস্থ্য ক্ষেত্রেও আপনার রোগ ডেকে আনতে পারে। এরফলে অনেক কাজে সমস্যা তৈরি হয়। আপনার বোঝার অনেক আগেই আপনার চরম ক্ষতি হয়ে যেতে পারে।

বাস্তু অনুসারে সূর্যাস্তের পর কখনও কাউকে দুধ, দই, লবণ দেওয়া উচিত নয়। এতে আপনার অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা তৈরি হতে পারে। এছাড়াও বাস্তু অনুসারে রাতে যদি খাওয়া-দাওয়ার পর বাসন পরিষ্কার করে না রাখা হয়, তাতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। যা উন্নতির পথে বাধা। বাস্তু অনুসারে রাতে বাথরুমে বালতি ভর্তি করে জল রাখলে এই নেতিবাচক প্রভাব দূরে থাকে। এছাড়া মনে করা হয়, রাতে যদি রান্নাঘরে জলের বালতি ভরে রাখা যায়, তাহলে ধনলাভ হয়।

বাস্তু অনুসারে বলা হয়েছে যে, ঘরের বাইরে নোংরা আবর্জনা বা ডাস্টবিন রাখাও উচিত নয়। মনে করা হয় যে ঘরের বাইরে ডাস্টবিন রাখলে প্রতিবেশী শত্রু হয়ে যায়। বাস্তু বলে যে ব্যক্তি বিছানায় বসে খাবার খায়, তার শরীরে অসুস্থতা সবসময় লেগেই থাকে। সে কখনও সুস্থ হতে পারে না। তার জীবনের সফলতার পথেও থাকে অনেক বাধা। লোকের কাছে ধার বেড়ে যেতে পারে।

বাস্তু মতে, ঘরের ঈশান কোণে যদি পূজার ঘর থাকে বা পূজার আসন থাকে তাহলে সেটি সবচেয়ে শুভ ঈশান কোণে ঘটে জল ভরে রাখা উচিত। এরকম করলে জীবনে সাফল্য আসে।