সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আলিপুরদুয়ারের জটেশ্বর এলাকার দুঃস্থ মে’ধা’বী ছাত্র ছাত্রীদের আ’র্থি’ক সাহায্য ক’র’লেন এক বিজ্ঞানী

আলিপুরদুয়ারের জটেশ্বর এলাকার দুঃস্থ মে'ধা'বী ছাত্র ছাত্রীদের আ'র্থি'ক সাহায্য ক'র'লেন এক বিজ্ঞানী

আলিপুরদুয়ার:- নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক বিজ্ঞানী যার মাটির যোগ রয়েছে আলিপুরদুয়ারের জটেশ্বরের সঙ্গে। সেই মহান বিজ্ঞানী গত দুই বছর ধরে জটেশ্বর এলাকার দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সাহায্য করে আসছেন বলে জানা যায়।

গত বছর এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মেধাবী দুঃস্থ ছাত্র ছাত্রীদের দশ হাজার টাকা করে দিয়েছিলেন। গত বারের ন্যায় এই বছর উচ্চ মাধ্যমিকের চার জন ও মাধ্যমিকের তিন জনকে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। তিনি এই সম্পূর্ন কাজটি নিরবে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের রসায়নের শিক্ষক গৌতম পালের হাত দিয়ে ছাত্র ছাত্রীদের হাতে পৌঁছে দেন।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক গৌতম পাল জানান, “নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিজ্ঞানী জটেশ্বরের মেধাবী দুঃস্থ ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য তাদের আশীর্বাদ স্বরূপ পাঁচ হাজার টাকা অনুদান পাঠিয়েছেন। আমরা সেই অনুদান ‘এডুকেয়ার স্কলারশিপ’ এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিচ্ছি। তার এই মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন তিনি।” এই অনুদান পেয়ে উপকৃত ছাত্র-ছাত্রীরাও ভীষণ খুশি।