সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাবা দিনমজুর, আ’র্থি’ক অবস্থা শোচনীয়, ২ কোটির স্কলারশিপ পে’য়ে দলিত কিশোর পাড়ি দি’চ্ছে আমেরিকায়

অন্ধকারের থেকে আলোর পথে অগ্রসর হওয়া হয়তো একেই বলে, কারণ পরিবারের নুন আনতে পান্তা ফুরায় এমন এক অবস্হা।এক দলিত পরিবার, বাবা দিনমজুর পরিস্হিতি এতটাই খারাপ।

কিন্তু এবার সেই পরিবারের ছেলেই ২ কোটি টাকার স্কলারশিপ পেয়ে পড়তে যাচ্ছে আমেরিকায়। এটাই হল স্বপ্নের উড়ান, কেবলমাত্র ইচ্ছেশক্তির জোড়েই এই কর্মকান্ড।

পরিবারের অবস্হা সত্যিই খারাপ , এবার সেই পরিবারের ছেলেই যাচ্ছে পেনসিলভানিয়া। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমন্ত্রণ পেয়েছে সেই যুবক, এবার সেই ডাকেই পড়তে যাচ্ছে সে। বিদেশী পাড়ি দেওয়ার গল্প মা আসলে গল্প নয় সত্যি ঘটনা‌ ।

আরো পড়ুন: দুর্গাপুজো-লক্ষ্মীপুজো-কালীপুজো ক’বে এবছর? আগেই যেন রাখুন ভাইফোঁটার তারিখ

সেটা শুনে অবাক হয়েছে সকলে । বিহারের ফুলওয়ারশরিফের ছোট্ট গ্রাম গোনপুরার বাসিন্দা বছর সতেরোর প্রেম কুমার, সে ও ভাবতে পারেনি এমনটা হবে তার সাথে।

বয়স কিন্তু তার বেশী না ক্লাস টুয়েলভের ছাত্র সে , সেই এবার চমকে দিয়েছে সকলকে, ডায়ার ফেলোশিপ যেখানে ২.৫ কোটি টাকার স্কলারশিপ পেয়েছে সে। মে বিষয় বেছে নেওয়া হয়েছে সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইন্টারন্যাশনাল রিলেশনস ।

পেনসিলভেনিয়ার লাফায়েটি কলেজে পড়াশোনা করবে সে। তবে এর থেকেও অবাক করা বিষয় হল পৃথিবীর মোট ৬ ছাত্রকে বেছে নেওয়া হয়েছে যার মধ্যে সে অন্যতম।

এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বের বাছাই করা সেরা ছাত্রদের মধ্যে অন্যতম প্রেম কুমার। বেশ কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে তাকে।

সেখানে বলা হয়েছে , পিছিয়ে পড়া সম্প্রদায়ের সেবার বিষয়ে আপনার প্রতিশ্রুতি ও সংকল্পকে স্বীকৃতি জানাতে পেরে আমরাও অনুপ্রাণিত।