সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শৌ’চা’ল’য় তৈ’রি’তে বা’ধা দেও’য়ার ঘট’না’য় উ’ত্তে’জ’না এলা’কায়!

শৌচালয় তৈরিতে বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা এলাকায়!

মালদা,৮ আগস্ট : সরকারি যায়গায় শৌচালয় তৈরিতে বা’ধা। ঘটনাকে কেন্দ্র করে উ’ত্তে’জ’না এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। বালা সাহাপুর ডিস্কো মোড় ব্যবসায়ী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শৌচালয় তৈরিতে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো হয়।

জানা গিয়েছে বালা সাহাপুর ডিস্কো মোড় এলাকায় মালদা জেলা পরিষদের বরাদ্দ চার লক্ষ টাকা ব্যয়ে একটি শৌচালয় তৈরির উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এই শৌচালয়। তাই নতুনভাবে এই শৌচালয় তৈরির উদ্যোগ নেওয়া হয়। ওই ব্যবসায়ী সংগঠনের সম্পাদক দেবাশীষ চক্রবর্তীর অভিযোগ, সেই শৌচালয় তৈরিতে বাধা দেয় স্থানীয় বাসিন্দা তপন ঘোষ। তাদের সংগঠনের সভাপতি সৌমেন পোদ্দার তার প্রতিবাদ করায় গত সোমবার তাকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনের সামিল হয়েছিলেন ব্যবসায়ী সংগঠনের শতাধিক ব্যবসায়ী। বিষয়টি লিখিত আকারে মালদা থানায় জানানো হয়।

রবিবার সন্ধ্যায় ওই এলাকায় একটি বৈঠকের আয়োজন করা হয়। এদিন সরকারি ওই জায়গায় পরিদর্শন করলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পচা বাদে স্বপন ঘোষের পরিবারের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। সেদিন সন্ধ্যায় মালদা মার্চের কর্মকর্তা মালদা থানার পুলিশ পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক‌ সহ অন্যান্য ব্যবসায়ীরা।
দীর্ঘ আলোচনার পর বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় ওই এলাকাতেই তৈরি হবে শৌচালয়।
কয়েকদিনের মধ্যে ওই এলাকাতেই হবে বলে জানিয়েছেন জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা।