সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Ola-র ভ’য়া’ন’ক নোটিফিকেশন ফোনের! বিদ্যুৎ গ’তি’তে ভাইরাল সেই মেসেজ

বিভিন্ন ব্র্যান্ড বা সংস্থার লক্ষ্যই হল তাদের গ্রাহকদের মাঝেমধ্যে একটু এন্টারটেইন করা। তাই মাঝে মাঝেই তারা নানারকম বিজ্ঞাপন দেয়।খুব সহজে এই বিজ্ঞাপনগুলো মানুষের চোখেও পড়ে। কিন্তু অনেক সময় বিজ্ঞপ্তিগুলো ভালোভাবে অ্যাকসেপ্ট করেন না তাদের গ্রাহকেরা, আবার অনেকসময় বিজ্ঞপ্তিগুলোকে কেন্দ্র করে সৃষ্টি হয় নানা রকম বিরোধিতার।

সম্প্রতি রাইড শেয়ার কোম্পানি OLA-র তরফ থেকে এমন এক বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা ভালো মনে মেনে নেননি গ্রাহকেরা। গ্রাহক কার্তিক ট্যুইটারে বিজ্ঞাপনটির একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন। এতে “মায়ের কাছ থেকে ৮টি মিস কল” সমন্বিত একটি উদ্বেগজনক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

গ্রাহক কার্তিক ওই পোস্টের ক্যাপশনে লেখেন, “‘মায়ের কাছ থেকে ৮টি মিসড কল’, তারপরে ৪০% ছাড়ের প্রোমো! এটি ওলার একটি ভয়ানক ক্লিকবেট”৷ আর কোম্পানির এই বিজ্ঞাপনটিকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

আরো পড়ুন: Paytm: ব’ড়ো ঘো’ষ’ণা করলো RBI, জেনে নিন গ্রাহকরা

কারণ এই বিজ্ঞপ্তিটি একেবারেই পছন্দ হয়নি গ্রাহকের। “মায়ের কাছ থেকে ৮টি মিসড কল,” এর মাধ্যমে বোঝানো হয়েছে যে আপনি বাইরের খাওয়া বন্ধ করুন, কারণ ওলা ড্যাশে ফল এবং সবজির উপর ৪০% ছাড় রয়েছে। এহেন পোস্টে পড়েছে অসংখ্য সমালোচনাপূর্ণ কমেন্ট।

একজন ব্যবহারকারীর কথায়, “কেন @Olacabs আমাকে এভাবে আঘাত করছে?”। অন্য একজন ব্যবহারকারী বলেছেন, “@Olacabs এর কারণে কি এবার আমার হার্ট অ্যাটাক হবে? ” স্ক্রিনশটটি লিংকডইন-এ শেয়ার করে শরাফ রিটেলের সিইও কার্তিক ভাট নিন্দার সুরে বলেছেন, “আমার মতো লোকেদের উপর এই ধরনের বিজ্ঞাপনের প্রভাব খুব ই কষ্টের। যারা সম্প্রতি তাদের মাকে হারিয়েছেন অথবা যারা তাদের অসুস্থ মা থেকে দূরে থথাকেন তাদের দিকটা ভেবে দেখেছেন কখনও?”