সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Heart Attack-র পর যদি স্টেন্ট ব’সা’নো হয়ে থাকে তাহলে এই নিয়মগুলো মানুন, তাড়াতাড়ি সুস্থ হবেন!

হার্ট অ্যাটাক বা ব্লকেজ হওয়ার পরে হার্ট – এর কার্যকারিতা বাড়াতে ও রুগীকে সুস্থ জীবন দিতে স্টেন্ট বসানোর পরামর্শ দেন চিকিৎসকরা। স্টেন্ট ঢোকানোর প্রক্রিয়াটিকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। স্টেন্ট হল একটি ধাতব জাল বা যন্ত্র যার সাহায্যে সরু ধমনীর ব্লকেজ খোলা হয়।

সাধারণত এই অপারেশন ৬০ মিনিটের মধ্যেই হয়ে যায়।রুগীকে রিকভারি করতেও বেশি সময় লাগে না। বেশিরভাগ রোগীকে এক বা দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।

অ্যাঞ্জিওপ্লাস্টির পর রুগী কয়েকদিন দুর্বলতা এবং সামান্য ব্যথা অনুভব করতে পারে।তবে খুব একটা অসুবিধা হয় না। স্বাভাবিক রুটিন মাফিক সব কাজ যেমন হাঁটাচলা, খাওয়াদাওয়া করতে পারে কিন্তু কঠিন পরিশ্রমের কোন কাজ করতে কিছুটা সময় লাগে।

আরো খবর: ফের কি দেশে ক’রো’না’র প্র’কো’প বাড়ছে? তবে কি ৪ নম্বর টি’কা নিতেই হবে?

এক সপ্তাহের জন্য ১০-১৫ পাউন্ডের বেশি ওজন বহণকরা উচিত নয়। রোগীকে সমস্ত নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। নতুন লাইফস্টাইলে অভ্যস্ত হতে হবে। ধূমপান তো একেবারেই করা যাবে না।

দিনে অন্তত ৩০-৪৫ মিনিট ব্যায়াম করতে হবে। উচ্চ সোডিয়ামযুক্ত খাবার,উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিসের কারণগুলিও এড়িয়ে চলতে হবে।