সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Guiness Record: বিশ্বের সবচেয়ে ছো’ট গরুর তকমা পেলো রানী, কিন্তু মৃ’ত্যু’র পর মিললো স্বী’কৃ’তি

বিশ্বের সবথেকে ছোট গরু রানির গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল। রানি বিশ্বের সবথেকে ছোট আকারের গরুর মর্যাদা পেয়েছে।

এই স্বীকৃতি তার মৃত্যুর এক মাস পর এল। গিনেসের তরফে মেল পাওয়ার পর স্বাভাবিক ভাবেই খুশি রানির মালিক মহম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, ‘‘এই খবর জানার পর আমাদের খুব ভাল লাগছে। তবে রানি বেঁচে থাকলে আরও আনন্দ পেতাম।’’ যদিও সহজে এই স্বীকৃতি গিনেস কর্তৃপক্ষ দেননি বলে জানিয়েছেন সুফিয়ান। জন্মগত ভাবেই রানির আকার এ রকম কি না তা নিয়ে নিশ্চিত হতে চেয়েছিলেন গিনেস কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সুফিয়ান বলেন, ‘‘গিনেস কর্তৃপক্ষকে আমরা রানির ময়নাতদন্তের রিপোর্ট পাঠিয়েছিলাম। কোনও হরমোন ইঞ্জেকশন বা কৃত্রিম ভাবে রানির আকৃতি খাটো করা হয়নি তা প্রমাণের জন্যই ওই রিপোর্ট পাঠানো হয়েছে।’’

রানির গত ১৯ অগস্ট মৃত্যু হয়েছে। বাংলাদেশের রানি বক্সার ভুট্টি গোত্রের গরু ছিল। তার ওজন ছিল মাত্র ২৮ কেজি এবং উচ্চতা ছিল ৫১ সেন্টিমিটার।