সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের কি দেশে ক’রো’না’র প্র’কো’প বাড়ছে? তবে কি ৪ নম্বর টি’কা নিতেই হবে?

দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৬ হাজার বেশি মানুষজন করোনা আক্রান্ত হয়েছেন। আবার উদ্বেগ বাড়াচ্ছে এই ভাইরাস তবে কি এবার চতুর্থ টিকা নেওয়ার সময় চলে এসেছে? কি বলছেন বিশেষজ্ঞরা? ন্যাশনাল টেকনিক্যাল এডভাইসারি গ্রুপ অফ ইমিউনিজেসন এর প্রধান এন কে অরেরা জানিয়েছিলেন বর্তমান পরিস্থিতি যথেষ্ট ভয়ঙ্কর।

এটা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই যাদের টিকার সম্পূর্ণ ডোজ নিয়মমাফিক দেওয়া হয়েছে তাদের খুব একটা সমস্যা হবে না। তবে যদি অন্য কোন জটিল অসুখ থাকে সেক্ষেত্রে কিছুটা চিন্তার বিষয় হতে পারে। কোভিড এখনো চলে যায়নি ফলে ফিরে আসার কোন প্রশ্নই নেই এমনটাই জানিয়েছেন চিকিৎসক।

বারবার এই সংক্রমণের ঢেউ আছড়ে পড়ছে। টিকার তৃতীয় ডোজ যাদের নেওয়ার কথা তারা যাতে নিয়মমাফিক এই ডোজ নিয়ে নেন। মানুষ সংক্রমিত হয়ে প্রাকৃতিক উপায়ে এই রোগকে প্রতিহত করতে পারেন।

আরো খবর: প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ অন্য উপায়ে! কেন্দ্রের নয়া সি’দ্ধা’ন্তে জ্বালানির দাম কমবে!

যদি তাদের মধ্যে প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ শক্তি গড়ে ওঠে তবে তা অত্যন্ত ভালো করেই জানিয়েছেন এন কে অরোরা। H3n2 এর মত ফ্লু ভাইরাসে অনেকেই আক্রান্ত হচ্ছেন। এর সঙ্গে কি করোনার কোন যোগসূত্র আছে? চিকিৎসকরা জানিয়েছেন একেবারেই নয় ওটা সম্পূর্ণ আলাদা।

জ্বর হলেই এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন মানুষ এটা কতটা যুক্তিযুক্ত? মিশ্র সংক্রমণ খুব একটা স্বাভাবিক নয় ভাইরাসের বাড়াবাড়ি রয়েছে তাই অ্যান্টিবায়োটিক কখনোই আটকাতে পারবেনা! তাই শুধু শুধু এগুলো খেয়ে কোন লাভ নেই।