সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ অন্য উপায়ে! কেন্দ্রের নয়া সি’দ্ধা’ন্তে জ্বালানির দাম কমবে!

যেভাবেই হোক শুন্যে নামাতে হবে কার্বন নিঃসরণ। এমনটাই লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত কিন্তু প্রচেষ্ঠা কোথায়। এবার সবচেয়ে বড় বদল আনল কেন্দ্র সরকার। দেশকে দূষণহীন জ্বালানি নির্ভর অর্থনীতি হিসেবে গড়ে তুলতে এবার বিরাট পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাই প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণে কিছুটা বদল আনা হলো।

দেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধি করতে হবে তা করতেই উঠে পড়ে লেগে পড়েছে কেন্দ্রীয় সরকার। যাবতীয় জ্বালানির মূল্য নির্ধারণের নিয়মে বদল আনতে চলেছে সরকার এরপরে পরিবহন জ্বালানি হিসেবে ব্যবহার করা সিএনজি পাইপ বাহিত রান্নার গ্যাস এবং পিএনজির দাম ১০% পর্যন্ত কমানো হতে পারে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মন্ত্রী জানিয়েছেন প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত যাবতীয় জ্বালানির দাম ঠিক করা হবে আমদানিকৃত অশোধিত তেলের দামের অনুপাতের উপর।

ভারতে বছরে দুবার প্রাকৃতিক গ্যাসের দাম কমানো বা বাড়ানো হতো তবে এবার থেকে প্রতি মাসে তা নির্ধারণ করা হবে । রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে নতুন সিদ্ধান্তের ফলে রাজধানীতে প্রতি কেজি সিএনজির দাম ৭৯.৫৬ টাকা থেকে কমে নেমে হতে পারে ৭৩.৫৯ টাকা।

আরো খবর: গরমের ছুটিতে “সামার প্রজেক্ট” নিয়ে ন’য়া নি’র্দে’শি’কা স্কুল শিক্ষা দপ্তরের, কি কি করতে হবে?

অপরদিকে পিএনজির দাম ৫৩.৫৯ টাকা থেকে কমে হতে পারে ৪৭.৫৯ টাকা। আবার একইভাবে মুম্বাইতে সিএনজির দাম ৮ টাকা কমিয়ে ৭৯ টাকা হতে পারে। এমনকি রান্নার গ্যাসের দামও অনেকটাই কমতে পারে।

জ্বালানি মন্ত্রী হরোদীপ পুরি টুইট করে জানিয়েছেন সরকার শুধুমাত্র মানুষের কথা নয় গোটা দেশের সার্বিক উন্নয়ন কথা ভাবছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংশোধিত গার্হস্থ্য গ্যাসের মূল্য নির্দেশিকা ধারণ করবে যার ফলে ভারতের গ্যাসের দামের উপর বড় প্রভাব পড়তে চলেছে উপভোক্তাদের স্বার্থ রক্ষিত হবে।

পুরনো ফর্মুলায় বিশ্বের চারটি গ্যাস ট্রেডিং হাবের অনুপাতের ভিত্তিতে png এবং সিএনজির দাম অনেকটাই কমতে চলেছে। সার প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের সস্তায় গ্যাস কিনতে পারবেন।