সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরমের ছুটিতে “সামার প্রজেক্ট” নিয়ে ন’য়া নি’র্দে’শি’কা স্কুল শিক্ষা দপ্তরের, কি কি করতে হবে?

জাতীয় শিক্ষানীতি নিয়ে মিশ্র প্রভাব পড়েছে দেশে। বাস্তব ধর্মী পড়াশোনার উপর এতে গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই পথে হেটেই এবার পরুয়াদের গবেষক তৈরি করতে উদ্যোগী হল রাজ্য। স্কুল পড়ুয়ারা যাতে ছোট থেকেই গবেষণাধর্মী কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য এবার সামার প্রজেক্টে নতুন নিয়ম চালু করা হয়েছে। গরমের ছুটিতে বাস্তবধর্মী পড়াশোনার উপর গুরুত্ব আরোপ করবেন ছেলেমেয়েরা।

আর তাদের এই কাজে নিয়োগ করবেন তাদের শিক্ষকরা। এক বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে এবার থেকে স্কুল থেকেই সামার প্রজেক্ট দেওয়া শুরু হয়ে যাবে গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীরা কি করবেন কি ধরনের কাজ করবেন সেই সবটাই একটি চিঠির মাধ্যমে লিপিবদ্ধ করে দেওয়া হবে।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর আশা করছে এই প্রজেক্ট এর মাধ্যমে পড়ুয়ারা স্বাধীন চিন্তাভাবনার মাধ্যমে পড়াশোনা করতে পারবে সেইসঙ্গে তাদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা বাড়বে।

আরো খবর: বিগবাজার-বিগবাস্কেট-ডিমার্ট-র না’মে ফেক Website! খ’প্প’রে পড়ার আগে এগুলো দেখে নিন

এর ফলে তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে যে কোন একটি পছন্দের বিষয় নিয়ে তারা এগিয়ে যেতে পারবে। যখন উচ্চশিক্ষার আঙিনায় তারা পা রাখবে তখন তাদের পেশাগত জীবনের সঙ্গে সঙ্গে ব্যবহারিকভাবে ও তারা নিজেদের সফল করে তুলতে পারবে।

সপ্তম এবং অষ্টম শ্রেণীর পড়ুয়াদের বিজ্ঞান জাতীয় কাজ পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের প্রকৃতি পর্যবেক্ষণ এবং দশম শ্রেণীর পড়ুয়াদের হাসপাতাল ব্যাংক গ্রন্থাগার কলেজ বা হস্তশিল্প কেন্দ্রে নিয়ে গিয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করানো হবে।

চিরাচরিত শিক্ষার পাশাপাশিই তারা ব্যবহারিক শিক্ষাতেও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে বেশ কয়েকদিন ধরে তার আদলে শিশুদের মধ্যে পড়াশোনার স্পৃহা বাড়াতে এই নতুন উদ্যোগ।