সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিগবাজার-বিগবাস্কেট-ডিমার্ট-র না’মে ফেক Website! খ’প্প’রে পড়ার আগে এগুলো দেখে নিন

টেকনোলজি সমগ্র বিশ্বকে নিয়ে এসেছে আমাদের হাতের নাগালের মধ্যে। একদিকে যেমন বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিভিন্ন ধরনের দুর্নীতি। বর্তমানে প্রায় অনেকেই ঘরে বসে বিভিন্ন ওয়েবসাইটের থেকে জিনিস কেনাকাটা করেন এবং অনলাইনে পেমেন্ট করেন।

দুর্নীতিবাজরা বিভিন্ন উপায়ে গ্রাহকদের বোকা বানিয়ে মুহূর্তের মধ্যে ব্যাঙ্কের টাকা লোপাট করে নিচ্ছে। আবার ভুয়ো ওয়েবসাইট বানিয়ে গ্রাহকদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠছে বিভিন্ন জায়গায়।

সম্প্রতি নয়ডা থেকে একদল জালিয়াতদের আটক করেছে সেখানের পুলিশ। তারা ভুয়ো ওয়েবসাইট বানিয়ে টাকা লোপাট করছিল। তাই অনলাইন শপিং করার আগে সাবধান ও সচেতন থাকা অত্যন্ত জরুরি।যে বিষয়গুলি মাথায় রাখাতে হবে-

১. ওয়েবসাইটের অ্যাড্রেস বার যাচাই করুন: সুরক্ষিত ওয়েবসাইট গুলি সবসময় https:// দিয়ে শুরু হয়।‘এস’ শব্দটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে। আর ওয়েবসাইট যদি http:// দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে এটি ভুয়ো অথবা এই ওয়েবসাইটে ইউজারের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত নয়।

২. প্যাডলক যাচাই করুন: ওয়েবসাইটটি টিএলএস বা এসএসএল সার্টিফিকেট দ্বারা অনুমোদিত কি না দেখতে হবে।

আরো খবর: বৃষ্টি কোথায়? হু হু করে বা’ড়’বে গরম, তাপপ্রবাহের স’ত’র্ক’তা জেলায় জেলায়

৩. প্রচুর অফার: সাধারণত গ্রাহকদের আকর্ষিত করতে ভুয়ো ওয়েবসাইটে প্রচুর অফার এবং ছাড় দেওয়া হয়। বলা কার্যত জলের দরে পণ্য বিক্রি করা হয়। অনেকসময় এই ফাঁদে পা দেন গ্রাহকরা।

৪. ওয়েবসাইটের ইউআরএল: ভুয়ো ওয়েবসাইটের বেশিরভাগ ক্ষেত্রে ইউআরএলে বানান অর্থাৎ ডোমেইন নেম ভুল থাকে। যেমন – amaz0n.com, T@nishq ইত্যাদি।

৫. যোগাযোগের তথ্য: বেশিরভাগ সময় ভুয়ো ওয়েবসাইটে রিভিউ দেওয়া গ্রাহকদের ভুয়ো ফোন নম্বর, ইমেইল, লাইভ চ্যাট দেওয়া থাকে। উক্ত নম্বরে ফোন বা ইমেইল করে আপনি সত্যতা যাচাই করতে পারেন।

৬. অনলাইন রিভিউ: কোনও কিছু কেনার আগে তার অনলাইন রিভিউ পড়ে আপনি প্রোডাক্টটি সম্পর্কে আগেই জানতে পারবেন।