সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিভাবে মেধা তালিকায় স্থা’ন বদল হ’লো SSC-তে? চাঞ্চল্যকর রি’পো’র্ট বাগ কমিটির

স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে এখন অস্বস্তিতে রয়েছে। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী।

এর মামলা চলছে কলকাতা হাইকোর্টে। OMR শিট মূল্যায়ণের জন্য NYSA Communications Pvt Ltd নামে একটি সংস্থাকে দায়িত্ব দেয় SSC। ওই সংস্থাকে স্রেফ কালো তালিকাভুক্ত করাই নয়, পরে OMR শিট পুনর্মূল্যায়ণের জন্য ND infosystem নামে অন্য় একটি সংস্থাকে নিয়োগ করা হয়।

SSC-র Group C ও Group D পদে কীভাবে নিয়োগ? কারা চাকরি পেয়েছেন? হাইকোর্টের নির্দেশে অনুসন্ধান চালায় বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি। রিপোর্টে উল্লেখ, অনুসন্ধান চলাকালীন ১৬ জন প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

আরো পড়ুন: ২৪ টি পরিবারের সঞ্চয়ের টা’কা হাতিয়ে IPL-এ জু’য়া খেলেছেন পোস্টমাস্টার! গায়েব ১ কোটি

এই ১৬ জনের মধ্যে ১৫ জনই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সুপারিশপত্র পেয়েছেন। শুধু তাই নয়, ৮ জনের নামে ওয়েটিং লিস্টে থাকলেও বাকি ৭ জনের নামে কোথাও ছিল না।

বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে, OMR শিট পুনর্মূল্যায়ণের পক্ষে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহা।

কিন্তু যে সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই  ND infosystem-র এক জেনারেল ম্যানেজার আবার বয়ান দিয়েছেন, যে OMR শিটের কোনও পুনর্মূল্যায়ণ তারা করেনি।

তাহলে মেধাতালিকায় কর্মপ্রার্থীদের স্থান কীভাবে বদলে গেল? শুধু তাই নয়,  SSC-র নিয়ম অনুযায়ী এই OMR শিট পুনর্মূল্যায়ণ করা যায় না। এটা সম্পূর্ণ বেআইনি।

তাহলে? SSC-র Group C ও Group D পদে গোটা নিয়োগ প্রক্রিয়াকেই ‘বেআইনি’ বলে উল্লেখ করা হয়েছে বাগ কমিটি রিপোর্ট।

অনুসন্ধান কমিটির বক্তব্য, ‘Group D পদে চাকরি দেওয়ার জন্য অবৈধ ও বেআইনি সিদ্ধান্ত নিয়েছিলেন শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার. অশোক সাহা। বেআইনিভাবে পুনর্মূল্য়ায়ণ ও মেধাতালিকায় স্থান পরিবর্তন করেছিলেন তাঁরা’।