সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৪ টি পরিবারের সঞ্চয়ের টা’কা হাতিয়ে IPL-এ জু’য়া খেলেছেন পোস্টমাস্টার! গায়েব ১ কোটি

মধ্যপ্রদেশের সাগর জেলার খোদ পোস্টমাস্টার আইপিএল বেটিংয়ে পোস্ট অফিসে জমা রাখা টাকা ব্যবহার করে গ্রেফতার। এই অভিযুক্ত পোস্টমাস্টার প্রায় চব্বিশটি পরিবারের টাকা ব্যবহার করে আইপিএল বেটিং করেছিল। সেই টাকার পরিমাণ প্রায় এক কোটি। পুলিশ গ্রেপ্তার করেছে তাকে।

ধৃত এই ব্যক্তি বিনা সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার। তার নাম বিশাল আহিরওয়ার। জানা গিয়েছে, ভুয়ো এফডি অ্যাকাউন্ট খুলত বিশাল। তারপরে গ্রাহকদের থেকে এফডিতে জমা দেওয়ার নাম করে টাকা নিত।

এমনকী ভুয়ো অ্যাকাউন্টের নামে পাস বইও দিত গ্রাহকদের। কিন্তু সেই টাকা বেটিংয়ের কাজে লাগাত বিশাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তার বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে।

গত দু’বছর ধরে আইপিএলে নিয়মিত জুয়া খেলত বিশাল। জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে সেই পোস্টমাস্টার। পোস্ট অফিসে টাকা জমা রাখতে গিয়ে প্রতারিত হয়েছে প্রায় ২৪টি পরিবার।

আরো পড়ুন: জাপানের অ’দ্ভু’ত সমুদ্র তট, যেখানে পা রাখলেই ডু’বে যাবেন আপনি! র’ই’লো ভয়ানক ভিডিও

তাঁদের মধ্যে বর্ষা নামে একজন জানিয়েছেন, কোভিডে আমার স্বামী এবং শ্বশুর দু’জনেই মারা গিয়েছেন। মৃত্যুর আগে ৯ লক্ষ টাকা ফিক্স করেন আমার স্বামী। কিছুদিন আগেই বিশাল আহিরওয়ারের কুকীর্তির কথা জানতে পারি। তখনই পোস্ট অফিসে যোগাযোগ করি।

তিনি বলেছেন, পোস্ট অফিস থেকে জানানো হয়েছে তাঁর দেওয়া অ্যাকাউন্ট নম্বরটি পাওয়া যাচ্ছে না। অথচ, সেই অ্যাকাউন্টের পাস বই এবং নম্বর দিয়েছিল অভিযুক্ত পোস্টমাস্টার।