সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাপানের অ’দ্ভু’ত সমুদ্র তট, যেখানে পা রাখলেই ডু’বে যাবেন আপনি! র’ই’লো ভয়ানক ভিডিও

বড়ই অদ্ভুত এই দৃশ্য! আজকাল সোশ্যাল মিডিয়া এত বড় মাপের একটা প্লাটফর্ম হয়েছে যে সেখানে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র বিষয় শুধু নয় অত্যাশ্চর্য বিষয়ও নজরে কেড়েছে আমাদের।

সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে যেখানে দেখা গেছে মানুষ সী-বীচে সাঁতার কাটছে, অবাক হওয়ার মতনই একটি ভিডিও।

এই পৃথিবীতে অবাক হওয়ার মত বিষয়ের অভাব নেই, এটি জাপানের একটি সি বিচ, আর এই ভিডিওটি ইউনি ল্যান্ড অ্যাডভেঞ্চারের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে।

আরো পড়ুন: আর্জেন্টিনায় মি’ল’লো টেরোসর প্রজাতির উড়ন্ত সরীসৃপ, ৮ কোটি বছর আ’গে ছি’লো পৃথিবীতে

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি লোক একটি পাথরকে সি বিচের মধ্যে ছুড়ে দিচ্ছেন এবং সাথে সাথে পাথরটি বালুকা রাশির মধ্যে ডুবে যাচ্ছে।

আবার দেখা যাচ্ছে অনেকে সেই সি বিচে বোটিং ও করছে, শুধু তাই নয় পাশের সমুদ্রের ঢেউয়ের স্রোতের সাথে সাথে বালুকা রাশি গুলি ঢেউয়ের মতো তরঙ্গায়িত হচ্ছে, কারন এই সী-বীচের নিচেই রয়েছে জলরাশি, অনেকেই এটি দেখে ভয় পেতে পারেন কারণ সি বিচ যে এমন হয় তা আমাদের অনেকেরই অজানা।

যার ফলে মানুষ যথেষ্ট আতঙ্কিত ওইরকম ভিডিও দেখে। তবে ভিডিওটিতে যে সমস্ত মানুষজনদের দেখা যাচ্ছে তাঁরা অত্যন্ত আনন্দের সাথে সেই সি বিচের আনন্দ উপভোগ করছেন।

এমন কি সি বিচ থেকে উদ্ধার হয়েছে নানান মোবাইল গ্যাজেটও, তবে এই ধরনের অ্যাডভেঞ্চার পূর্ণ ভিডিওতে লাইক এবং শেয়ারের সংখ্যাও নেহাত কম নয়। নিমেষে ভাইরাল এই ভিডিও।