সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার ফো’ন আর হ্যাক হ’বে না কোনদিন! হ্যাকারদের ঠে’কা’তে ন’য়া প্রযুক্তি ISRO-র

হ্যাকারদের উৎপাতে বেজায় বিপদের মুখে পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। প্রায় সময় সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে নিজের কষ্টার্জিত উপার্জন হারিয়ে ফেলছেন বহু মানুষ। এই নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন খবর শোনা যায়। ইউপিআই, ফোন ব্যাঙ্কিং হ্যাক করা হ্যাকারদের কাছে জলভাত হয়ে উঠেছে। সরকার সক্রিয় থাকলেও এই সাইবার অপরাধীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।

আরো পড়ুন: চীন ফাঁ’দ পে’তে’ছে বাংলাদেশকে কাছে পাওয়ার জ’ন্য, কি প্র’তি’ক্রি’য়া দিলেন বিদেশমন্ত্রী মোমেন

বর্তমান ডিজিটালাইজেশনের যুগে সব সময় সাধারণ মানুষের উপর নজরদারি চালাতে পারে হ্যাকাররা। ফোনে আড়িপাতা হোক বা ফোনের মেসেজ দেখা, সবটাই কার্যত তাদের হাতের মুঠোয়। এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

তারা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে যে প্রযুক্তি হ্যাকারদের স্মার্ট ফোন হ্যাক করতে বাধা দেবে। এই প্রযুক্তির ব্যবহারে মোবাইলের ব্যক্তিগত তথ্য আর হ্যাক করতে পারবে না কোনো হ্যাকার।

ইসরোর তরফ থেকে জানানো হয়েছে যে এই সংক্রান্ত বিষয়ে গবেষণা চলছে দ্রুত গতিতে। ভারতকে হ্যাকপ্রুফ করার উদ্যোগ গ্রহণ করেছে ইসরো। এরজন্য স্যাটেলাইট ভিত্তিক কোয়ান্টাম যোগাযোগের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। রিয়েল টাইম কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন ব্যবহার করে 300 মিটার দূরে অবস্থিত পৃথক দুটি স্থানের মধ্যে এই হ্যাকপ্রুফ যোগাযোগ পরিচালনা করা হয়েছে।

আরো পড়ুন: লতা মঙ্গেশকরের প্র’য়া’ণে ব্যথিত প্রধানমন্ত্রী, দুদিনের রাষ্ট্রীয় শো’ক ঘো’ষ’ণা কেন্দ্রের

দুটি স্থানকে উচ্চমাত্রার কোড এবং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে সংযোগ করে কোয়ান্টাম কমিউনিকেশন করা হয়। এতে বাইরে থেকে সেই কমিউনিকেশন ভাঙা যায় না। যদি হ্যাকার কোয়ান্টাম কমিউনিকেশন বার্তাটি হ্যাক করার চেষ্টা করে তাহলে সেটি প্রেরককে সতর্ক করে দেবে এবং বার্তা মুছে ফেলা সম্ভব হবে। এই গবেষণা ভবিষ্যতে লাভজনক হবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।