সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যে কেউ মৃ’ত্যু’র আগে এই সংকেত গু’লো পে’য়ে থাকেন, কি বলছে গরুড় পুরাণ?

গড়ুর পুরাণে মতে মৃত্যুর কয়েক দিন আগে থেকেই কোনও ব্যক্তি বা মহিলা মৃত্যুর পদশব্দ শুনতে পান।বেশ কিছু লক্ষণ ও পেতে শুরু করেন। তিনি নিজে থেকেই উপলব্ধি করেন যে তাঁর মৃত্যু আসন্ন।এমনটাই বলেছেন ভগবান শ্রী বিষ্ণু।তবে দুর্ঘটনায় বা আত্মহত্যার ক্ষেত্রে এমনটা হয় না।

হিন্দুশাস্ত্রমতে একে অপমৃত্যু বলে। হিন্দু শাস্ত্রে ১৮টি মহাপুরাণ রয়েছে।গড়ুর পুরাণ এগুলোর মধ্যে একটি যাতে ভগবান বিষ্ণুর উপদেশ রয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী কোনো হিন্দু ব্যক্তির মৃত্যুর পরে তার বাড়িতে এই পুরাণ পাঠ করা হয়।

গড়ুর পুরাণে নীতি, নিয়ম, বিজ্ঞান, ধর্ম-কর্ম, পাপ, পুণ্য, মৃত্যু, আত্মা, সর্গ, নরক এমন কি পূর্নজন্মের বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে।এই পুরাণ থেকে মৃত্যুর রহস্যগুলি জানা যায়। গড়ুর পুরাণে অনুসারে মৃত্যুর পদশব্দগুলি নীচে আলোচনা করা হলো –

আরো খবর: ফের রান্নার গ্যাসের দা’ম বা’ড়’লো, দেখে নিন আমাদের রাজ্যে কত দা’ম বা’ড়’লো

১. মৃত্যুর সময় ঘনিয়ে আসলে সে তার সরাজীবনের ভালমন্দ সব কাজ মনে করতে থাকে।

২. মৃত্যু ঘনিয়ে এলে হাতের রেখা হালকা হয়ে যায়, কখনও মৃত্যুর আগে হাতের রেখা অদৃশ্যও হয়ে যায়।

৩. মৃত্যুর কয়েক দিন আগে পূর্বপুরুষদের স্বপ্নে কাঁদতে বা মন খারাপ অবস্থায় দেখা যায় তাহলে বুঝতে হবে যে মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসছে।

৪. মৃত্যুর মাত্র এক ঘণ্টা আগ অনেকসময় যমদূতকে দেখতে পায় অনেকে।

৫. যদি মৃতপ্রায় ব্যাক্তি বারবার অজ্ঞান হয়ে যান, তাহলে বুঝতে হবে তার মৃত্যু আসন্ন।

এইসব সংকেত পাওয়া মাত্র পরিবারের সদস্যদের ব্যাক্তিটির পাশে থাকা এবং গীতা পাঠ, নামকীর্তন করা উচিৎ।