সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতাকে লন্ডনের থেকেও ভা’লো করা হয়েছে, ধ’র্ণা ম’ঞ্চে দা’বি করলেন মমতা

“কলকাতাকে লন্ডনের থেকেও ভালো করে দিয়েছি।” এমনটাই দাবি করলেন বাংলার শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পিবার রেড রোড থেকে এমনটাই জানিয়েছেন তিনি। বুধবার রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার কর্মসূচী আরম্ভ হয়েছে, যা চলেছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ।

বাংলার প্রতি কেন্দ্রের করা আর্থিক বঞ্চনার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘যারা দিন আনে দিন খায় তাদের টাকা আটকে দিয়েছে কেন্দ্র। তাদের হয়ে সবসময় ধর্নায় বসব আমি।” ‘দিল্লি চলো’ ডাকও দেন তিনি। দাবি না মানা হলে দরকারে ট্রেন ভাড়া করে দিল্লি যাওয়ার কথাও বলেছেন তিনি।

নেত্রী আরও বলেন, ‘আমরা আগে বলেছিলাম কলকাতাকে লন্ডনে পরিণত করব। এখন দেখুন লন্ডনের থেকেও ভালো করে দিয়েছি। লন্ডনে একটা হাইড পার্ক আছে যেখানে কতগুলো চিপসের দোকান আছে আর কয়েকটা হাঁস ছাড়া কিছু নেই।কিন্তু আমাদের ইকো ট্যুরিজম পার্ক দেখুন, সেখানে কত কিছু আছে।’

আরো খবর: চা’ক’রি ছাঁটাই ও টা’কা ফেরত নিয়ে মমতার গলায় অস’ন্তো’ষে’র সু’র! তবে কি তিনি ক্ষু’দ্ধ?

অন্যদিকে কলকাতার উন্নতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি যখন রাস্তা দিয়ে যাই তখন খেয়াল করি কোথায় কোন রাস্তাটা ভাঙা রয়েছে,কোন জায়গাটা নোংরা হয়ে রয়েছে।

ওগুলি সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়ার ব্যাবস্থা করি। কলকাতা এমনি এমনি আজকের কলকাতা হয়নি। বাইরে থেকে যারা কলকাতায় আসেন তারা বলেন, আজকের কলকাতাকে চেনাই যায় না’।