সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চা’ক’রি ছাঁটাই ও টা’কা ফেরত নিয়ে মমতার গলায় অস’ন্তো’ষে’র সু’র! তবে কি তিনি ক্ষু’দ্ধ?

গত বুধবার রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার কর্মসূচী আরম্ভ হয়েছে, যা চলেছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ। বাংলার প্রতি কেন্দ্রের করা আর্থিক বঞ্চনার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘যারা দিন আনে দিন খায় তাদের টাকা আটকে দিয়েছে কেন্দ্র। তাদের হয়ে সবসময় ধর্নায় বসব আমি।”

গতকাল সন্ধ্যায় ধর্নার অন্তিম লগ্নে মমতা বলেন, ‘‘দু’ঘণ্টায় চাকরি ছাঁটাই! আমরা যাতে চাকরি দিতে না পারি সেই ব্যাবস্থাই করছে। অনেক চাকরি রেডি করা ছিল। কখনও বলছে দু’হাজার লোকের চাকরি ছাঁটাই,আবার কখনও বলছে পাঁচ হাজারের।

আবার বলছে দু’ঘণ্টার মধ্যে সিবিআই অফিসে হাজিরা দাও, দু’ঘণ্টার মধ্যে বেতনের টাকা ফেরত দাও!’’ মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে কারও নাম না করলেও বিশেষজ্ঞদের মতে তাঁর ইঙ্গিত ছিল কলকাতা হাইকোর্টের বিভিন্ন নির্দেশের প্রতি।

আরো খবর: আজ শুক্রবার, জানুন কি বলছে আপনার রাশিফল (31.03.2023)

প্রসঙ্গত,বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২০ মে রাজ্যের তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতাকে প্রথম চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন। এর পর কম জল ঘোলা হয়নি। নিয়োগ দুর্নীতি কাণ্ডের নাগপাশে আবদ্ধ হয়েছে শাসক দলের তাবড় তাবড় নেতা মন্ত্রীরা।

একের পর এক শুনানিতে শিক্ষক-অশিক্ষকের চাকরি খুইছেন। এদের মধ্যে রয়েছেন প্রাথমিক শিক্ষক,নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সর্বমোট হাই কোর্টের নির্দেশে এখনো পর্যন্ত চাকরি খুইয়েছেন প্রায় পাঁচ হাজার সরকারি কর্মচারী।