সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লাগাতার বৃষ্টি মেলবোর্ন জু’ড়ে, ভারত-পাক ম্যাচ হ’বে তো?

আগামীকাল অর্থাৎ ২৩ শে অক্টোবর (রবিবার) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। আর এই ম্যাচ হওয়ার জন্য মেলবোর্ন স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। তবে এই নিয়ে সম্প্রতি একটই সমস্যা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর মারফত জানা যাচ্ছে যে, এই ম্যাচের দিন মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা আছে বলে মনে করছেন তারা। তাই ক্রিকেটপ্রেমীরা সকলেই চিন্তিত শেষ অবধি ম্যাচটা হলে হয়।

কারণ একটা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল যে, সেদিন বৃষ্টি হওয়ার ৯০ শতাংশ সম্ভবনা রয়েছে। তবে এই রিপোর্ট একটু বদলেছে। গতকালকের রিপোর্ট অনুযায়ী, ২৩ অক্টোবর মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমেছে। এর ফলে ম্যাচ হয়ত ভেস্তে যাবে না। কিন্তু আংশিক বৃষ্টিপাত যে হবেই সেটা বলা যাচ্ছে।

এমনকি এর মধ্যেই মেলবোর্নের অনেক উঁচু বাড়ি গুলি মেঘে ঢেকে গেছে দেখা অব্দি যাচ্ছেনা। তাই এর মধ্যেই যদি ম্যাচ হয় তাহলে দুই টিমের জন্যই বেশ চাপের হতে চলেছে। আর তাই কালকের টসটা খুবই গুরত্বপূর্ণ। তবে আজ মেলবোর্নে অঝোরে বৃষ্টি হচ্ছে। এমসিজির কাছাকাছি যে ট্রেন লাইন রয়েছে সেটা বর্তমানে জলমগ্ন। বাড়িগুলো কুয়াশায় ঢাকা। তাই এই নিয়ে কালকের ম্যাচ নিয়ে সংশয় শুরু হয়েছে।

আরো পড়ুন: শীঘ্রই যেন ছা’ড়া পান অনুব্রত মন্ডল, অ’বা’ক করা কা’ন্ড ঘ’টা’লে’ন মহিলারা!

এছাড়াও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বলা হচ্ছে যে রবিবার সন্ধ্যার দিকে বৃষ্টি নামতে পারে মেলবোর্নে। সেইসঙ্গে ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার ঝড় বইতে পারে। এদিকে নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের কোনও ম্যাচে ‘রিজার্ভ ডে’ নেই। তবে জানা যাচ্ছে মেলবোর্নে জল নিকাশি ব্যাবস্থা খুবই ভালো। তাই হয়তো ম্যানেজ করা যাবে অনেকটাই।

যাতে ম্যাচ টা ক্যান্সেল না হয় অন্তত পাঁচ অভার এর খেলা হয় তার চেষ্টা করা হচ্ছে। এদিকে ভারতীয় ও পাকিস্তানি দুই দেশের লোকেদের মধ্যেও রয়েছে উত্তেজনা তুঙ্গে। এবারে যাতে ভারত জিততে পারে তার আসায় বসে গোটা ভারতবাসী। দেখা যাক এবার শেষ অব্দি কি হতে চলেছে।