সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইলন মাস্কের প্র’স্তা’ব গ্রহণ করলো Twitter, পু’রো শে’য়া’র একাই কি’নে নিলেন ন’গ’দে

বেশিদিন কিন্তু হয়নি এলন মাস্ক টুইটারের ৯.২% কিনে নিয়েছিলেন ২২ হাজার কোটি টাকার বিনিময়ে। কিন্তু এখানেই তিনি চুপ করে থাকেন নি, কারণ পুরো মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনতে ফের একবার এলন মাস্ক শেয়ার পিছু ৫৪.২০ মার্কিন ডলার হিসেবে দাম দেওয়ার প্রস্তাব দেন।

যেটা ভারতীয় মুদ্রা হিসেবে ৪১২৫ টাকা। যদি সে হিসেবেই চলা যায় তাহলে পুরো সংস্থার বাজারদর বর্তমানে ৪১০০ কোটি মার্কিন ডলার, তাহলে সেটাই ভারতীয় মুদ্রা হিসেবে মোট দাম দাঁড়াচ্ছে ৩১,২৩,২৩,৬৫,০০,০০০ টাকা।

দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতই ঘটনা। কিন্তু আদৌ কি টুইটার সংস্থা এলন মাস্ক বিক্রি করতে রাজি হবে? তাদের এই মাইক্রোব্লগিং সাইটকে। কিন্তু সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে এলন মাস্কের প্রস্তাবে নাকি এক পায়ে খাড়া টুইটার।

আরো পড়ুন: 2021 সা’লে ফোন কিনেছেন? Android ব্যবহারকারীরা স’ম’স্যা’য় পড়বেন!

তবে অফিশিয়ালি এই নিয়ে দুই পক্ষের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই তা প্রকাশ্যে আসবে। এর মধ্যে আরেকটি নতুন চমক রয়েছে, যার টুইটারের কাছে সত্যিই এক অভাবনীয় সুযোগ।

এলন মাস্ক এর তরফ থেকে জানানো হয়েছে পুরো টাকাটাই নগদ দেবে এলন মাস্ক। কিন্তু জল্পনা-কল্পনা চলছে, শোনা যাচ্ছে যদি টুইটার এলন মাস্কের এই প্রস্তাব গ্রহণ না করে। তাহলে এলন মাস্ক তার অংশীদারিত্ব থেকে সরে দাঁড়াবেন।

আসলে এলন মাস্কের দাবি, তিনি যখন টুইটারের অংশীদারিত্ব কিনে নিয়েছিলেন তখন তিনি মনে করেছিলেন টুইটার পৃথিবীজুড়ে বাক-স্বাধীনতার একটি মাধ্যম হয়ে দাঁড়াবে। কিন্তু সেটা যে সম্ভব নয় পরে তিনি বুঝতে পেরেছেন। তাই এবার টুইটারকে পুরোপুরি কিনে নিতে চাইছেন তিনি।