সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

2021 সা’লে ফোন কিনেছেন? Android ব্যবহারকারীরা স’ম’স্যা’য় পড়বেন!

ফোনে ধরা পড়ল একাধিক বিপজ্জনক ম্যালওয়ার। একটি সাইবার সিকিউরিটি সংস্থা Check Point Research এর তরফে জানানো হয়েছে 2021 সালে যে ফোনগুলি বিক্রি করা হয়েছে তার দুই তৃতীয়াংশ ফোনেই রয়েছে সমস্যা।

ফলে সেই ফোনগুলিতে সাইবার অ্যাটাক হতে পারে। মূলত Apple Lossless Audio Codec-এর জন্য এই সমস্যা তৈরি হয়েছে। ALAC একটি ওপেন সোর্স অডিয়ো কোডিং ফর্ম্যাট।

যা 2011 সালে প্রকাশ করা হয়েছে। যদিও ওই সফ্টওয়ারে কোনও সমস্যা হলে তা ঠিক করার দায়িত্ব রয়েছে Apple-এর উপর। কিন্তু কোনওভাবেই অন্য কোনও ভেন্ডার এই কোড ব্যবহার করলে কোনও প্রযুক্তিগত সমস্যায় পড়লে তা ডেভলপ করার দায়িত্ব Apple-এর উপর নেই।

আরো পড়ুন: ফের মাওবাদী পোস্টার জঙ্গলমহলে, ব্যা’প’ক আ’ত’ঙ্ক

জানা গেছে, ALAC-র জন্য যে সমস্যাটি দেখা দিয়েছে তার ফলে Remote Code Execution (RCE) হতে পারে। অর্থাৎ, হ্যাকারদের হাতে পুরো ফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে। সেক্ষেত্রে কোনও ব্যবহারকারী না জানলেও তার ফোনের কন্ট্রোল চলে যাবে কোনও হ্যাকারের কাছে।

এবিষয়ে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর থেকে মুক্তির জন্য একটাই রাস্তা রয়েছে। তা হল Android আপডেট করতে হবে। আপডেট করলে সুরক্ষিত থাকা সম্ভব।আপডেট করতে Settings > About Phone > Check for Updates-এখানে গিয়ে চেক করুন ।