সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

2021-2022 সালের স্কলারশিপ স্কী’মে’র ঘো’ষ’ণা মুখ্যমন্ত্রীর, জানুন আবেদনের খুঁটিনাটি

2021-2022 সালের স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ স্কিমের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরের মতো এবারেও লক্ষ্য লক্ষ্য পড়ুয়া স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এই পোর্টালে। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এই বৃত্তিমূলক পদক্ষেপ নিয়েছে।

রাজ্যে উচ্চ শিক্ষার প্রসারের জন্য সেই 2011 সাল থেকে শুরু করে মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্প চালু হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চলতি শিক্ষা বর্ষের বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপের অনলাইন আবেদন পোর্টাল উন্মোচন করলেন। একই সঙ্গে আবেদন পদ্ধতিও উল্লেখ করা হয়েছে।

যাদের পারিবারিক আয় বছরে দু লক্ষ 50 হাজার টাকা বা তার কম তারা এই স্কলারশিপের সুবিধা পাবেন। এই প্রকল্পের আওতায় উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তরের পড়ুয়ারা 60% নম্বর থাকলে মাসিক হাজার টাকা করে পাবেন। স্নাতক স্তরের বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা মাসে দেড় হাজার টাকা করে পাবেন।

এই প্রকল্পের আওতায় স্নাতকোত্তর স্তরে কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারা মাসে 2 হাজার টাকা করে এবং বিজ্ঞান ও পেশাদারী কোর্সের পড়ুয়ারা মাসে আড়াই হাজার টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও ইঞ্জিনিয়ারিং স্তরের ছাত্রছাত্রীরা মাসে 5000 টাকা করে বৃত্তি পেয়ে থাকেন। পলিটেকনিক নিয়ে যারা পড়াশোনা করছেন তারা মাসে দেড় হাজার টাকা করে এবং মেদিক্যাল ডিগ্রী নিয়ে যারা স্নাতক স্তর বা ডিপ্লোমা করছেন তারা মাসে যথাক্রমে 5 হাজার এবং দেড় হাজার টাকা করে পাবেন।