সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যাদের নাম A দিয়ে শুরু হয় তাদের ব্যক্তিত্ব কেমন হয়? জীবন কেমন হয় তাদের?

জ্যোতিষ শাস্ত্রে অক্ষরের একটি মাহাত্ম রয়েছে। মনে করা হয় কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষরের মাধ্যমে সেই ব্যক্তির গুণ, দোষ, ও চরিত্র সবটাই বোঝা যায়। যেমন আজকের আলোচ্য বিষয় হলো যাদের নামের প্রথম অক্ষর A সেই সমস্ত মানুষেরা কেমন হয়।

আসুন জেনে নেওয়া যাক A দিয়ে নামের শুরু এমন মানুষেরা কেমন হয়। বলা হয়ে থাকে যাঁদের নামের আদ্যক্ষরে ‘A’ থাকে, তাঁদের একটু অন্য ধারার একাধিক চারিত্রিক গুণ থাকে। এঁরা সাধারণত দুঃসাহসী প্রকৃতির হন। সেই সঙ্গে কৌতূহলী প্রকৃতির এবং মুক্ত মনের অধিকারী হন এঁরা।

ভ্রমণে বেরিয়ে নতুন সংস্কৃতি, খাবার, রীতি-আচার জানার আগ্রহ থাকে তুঙ্গে। এঁরা স্বতঃস্ফূর্ত এবং উচ্চাকাঙ্ক্ষীও হন। এঁদের স্বপ্ন ও লক্ষ্যও বড় মাপের হয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে এঁরা সেরা কৃতিত্বের অধিকারী হন। এনাদের বিশ্লেষণ ক্ষমতা মারাত্মক।

যে কোনও সমস্যায় পড়লে এঁরা সমস্ত তথ্য বিশ্লেষণ করে দক্ষতার সঙ্গেই তা সমাধান করে থাকেন। আর পেশাগত ক্ষেত্রে এঁদের এই গুণটাই সবথেকে বড় সম্পদ হয়ে ওঠে। এনারা দৃঢ়চেতা হয়। সব সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকেন। মনে মনে যা ভাবছেন, সেটা প্রকাশ করতেও পিছ-পা হন না।

আরো খবর: মাত্র দুটি মা’ম’লা থেকে জাস্টিস গঙ্গোপাধ্যায়কে স’রা’নো হয়েছে, জানুন বি’শ’দে

কী চাইছেন, সেই সম্পর্কে এঁদের ধারণা স্পষ্ট। নিজেদের মতামত ও ধারণার বিষয়ে দৃঢ় বিশ্বাসী হন এঁরা। তবে এই দৃঢ়চেতা মনোভাবই আবার কখনও কখনও তাঁদের আগ্রাসী করে তোলে। কথা ও কাজের মাধ্যমে অন্যদের উপর ভালোই প্রভাব ফেলতে পারেন এনারা।

এছাড়াও এই ধরনের মানুষের মধ্যে সৃজনশীল ভাব ও বর্তমান। শিল্পকলা থেকে শুরু করে সঙ্গীতের মাধ্যমে নিজেদের প্রকাশ করে থাকেন এঁরা। এই মানুষগুলো খুব কল্পনাপ্রবন হয়ে থাকে তাই এনারা দুনিয়াটাকে অন্য ভাবে দেখেন। সেই সঙ্গে পরোপকারী ও।

মানুষের যে কোনও সমস্যা সমাধানে এগিয়ে আসেন। চরিত্রের এই সমস্ত বিষয়গুলি নামের আদ্যক্ষরে ‘A’ থাকা মানুষগুলিকে অনন্য করে তোলে। তবে এঁদের কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। যেমন নিজেদের শক্তি ও দুর্বলতার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টা শেখা উচিত তাঁদের। অনেক সময় নিজেদের দুর্বলতার কারণে অনেক ক্ষতির মধ্যেও পড়তে হয় এদের।