সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SBI গ্রাহকদের জন্য নয়া ফাঁ’দ পেতেছে প্র’তা’র’ক’রা, স’ত’র্ক করলো কর্তৃপক্ষ

সময়ের সাথে সাথে প্রতারকেরাও যেন অনেক স্মার্ট হয়ে গেছে। একটা সময় হয়ত ফোন করে বিভিন্ন তথ্য নিয়ে জালিয়াতি করত, কিন্তু এখন সেই দিন আর নেই। একেবারেই নতুন পদ্ধতি অবলম্বন করে এই সমস্ত কাজ চালাচ্ছে তারা।

সম্প্রতি এক নতুন ফাঁদ পেতেছে, নির্দিষ্ট ভাবে যারা এস বি আই এর গ্রাহক তাঁদের উদ্দেশ্যেই একের পর এক এস এম এস পাঠাচ্ছে তারা। একেবারে ভুয়ো বার্তা পাঠাচ্ছে তারা, সেই জালে পা দিলেই মরণ অনিবার্্যক।

নিমেষের মধ্যে খালি হয়ে যেতে পারে আপনার একাউন্ট। এবার এস বি আই তাঁদের গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই সমস্যার সমাধান নিয়ে এসেছে। আসলে সাধারণ মানুষ বুঝতেই পারবে না কোন এস এম এস ব্যাঙ্কের থেকে আর কোন এস এম এস জালিয়াতিদের। এবার সেটা বোঝানোর জন্যই ব্যাঙ্কের এক নতুন উদ্যোগ।

আরো পড়ুন: কে হু’ম’কি দিচ্ছে সলমনকে? কার সঙ্গে শ’ত্রু’তা অভিনেতার? ব’য়া’ন দিলেন ভাইজান

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, যেকোনো ম্যাসেজ এলেই আগেই ক্লিক করবেন না। অচেনা, অজানা কোনও লিঙ্ক এলে এড়িয়ে যান। ক্লিক করার আগে এটি যাচাই করে নিন কিন্তু যাচাই করবেন কিভাবে?

এস বি আই সম্প্রতি এই বিষয় নিয়ে টুইট করেছেন, সেখানে তারা গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছেন, সুরক্ষিত ব্যাঙ্ক পরিষেবা গ্রহণ করার আগে, আপনি যাচাই করে নিন দরজার ওপাশে কে রয়েছে? এটা আপনার নিজের সুরক্ষার ব্যাপার। মোবাইলের সমস্ত বার্তা আপনি আগে পরীক্ষা করে নিন।

অজানা অচেনা বার্তায় কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন না। পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চিত হন, এটি এস বি আই এর বার্তা কিনা? এটি বোঝার জন্য আপনাকে এস এম এস আরও ভালো মতো দেখতে হবে। ব্যাঙ্কের বার্তায় থাকবে সংক্ষিপ্ত কোড। সেগুলো হল SBIBNK, SBIINB, SBOPSG, SBINO। State Bank Of India

এর সাথে এস বি আই আরও বলেছে, কখনই গ্রাহকেরা তাঁদের একাউন্ট নম্বর, পাসোয়ার্ড, কোনো সংবেদনশীল কিছু শেয়ার করবেন না। এতে আপনার প্রতারণার মাত্রা আরও দ্বিগুণ হয়ে যাবে। ব্যাঙ্ক কখনই তাঁর গ্রাহকদের পরিচয় জানায় জন্য ব্যাক্তিগত কিছু শেয়ার করতে বলে না। তাই এই ধরনের বার্তা থেকে সাবধান থাকুন।।