সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বকাপ জ’য়ে’র কৃতিত্ব শুধু ধোনি কে’ন পা’বে? বাকিরা কি লস্যি খে’তে গিয়েছিল!: হরভজন সিং

২০১১ সালে ভারত বিশ্বকাপ জয় করেছিল কিন্তু সেই সময়ের টিমের প্রধান ছিলেন মহেন্দ্র সিং ধোনি এখন প্রশ্ন হচ্ছে এই ২০১১ সালের বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কেন শুধুমাত্র ধোনি পাবেন? প্রত্যেকেই খেলেছিলেন সেই ক্ষেত্রে টিমের বাকি মানুষের কৃতিত্বকে স্বীকার না করে শুধু কেন মাহিরে কৃতিত্বকে স্বীকার করা হচ্ছে।

এই গোটা প্রশ্ন করেছে হরভজন সিং এবং প্রশ্নটা করে তিনি তার রাগ দেখিয়েছেন। তিনি জানান,” যে শুধু যদি ধোনি বিশ্বকাপ নিয়ে এসে থাকে তাহলে দলের আর বাকি খেলোয়াড়কে সেই সময় কি লস্যি খাচ্ছিলেন?

মহেন্দ্র সিং ধোনি হলেন একজন অন্যতম সফল অধিনায়ক ভারতের। ভারতের ক্রিকেট দলে যখন ধোনি ক্যাপ্টেন ছিলেন সেসময় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ,২০১৩ সালের চ্যাম্পিয়ন, ২০১১ সালের বিশ্বকাপ সমস্তকিছুই ভারত জিতেছে।

আরো পড়ুন: শিশুদের মধ্যে ক’রো’না’র প্র’ভা’ব বাড়ছে! এই লক্ষণগুলো দে’খা দিলে স্কুলে পা’ঠা’বে’ন না

এই সমস্ত যার কারণে ধোনিকে কৃতিত্ব দেওয়া হয়েছিল। যদিও এই ব্যাপারটিকে একদমই ভালো ভাবে নিলেন না হরভজন সিং।তিনি বলেন,” কোন দেশ যখন ট্রফি জেতে তখন সেটা বলা হয় সেই দেশ জিতেছে।

যেমন অস্ট্রেলিয়া যদি বিশ্বকাপ জিতে থাকে তাহলে সকলে সেটা বলবে অস্ট্রেলিয়ায জিতেছে। তাই ইন্ডিয়া যখন জিতবে তখন সেটা ইন্ডিয়া বলবে, শুধুমাত্র কেন ধনির নাম করা হবে?

২০১১ সালে চ্যাম্পিয়নশিপ নিয়ে ধোনিকে কৃতিত্ব দেওয়ার ফলে এর বিরোধিতা করেছিলেন গৌতম গম্ভীর। সেসময় তিনি জানিয়েছিলেন, “বিশ্বকাপ জেতার পর কোন একজনকে যদি বিশেষ কৃতিত্ব দেওয়া হয় তবে সেটা ভুল।

একটা দল মিলে এই বিশ্বকাপ জিতেছে। তাদের প্রত্যেককে এই খেলাতে নিজের নিজের পারফরম্যান্স দিতে হয় তাই কৃতিত্বটা সকলেরই প্রযোজ্য”। এই সমস্ত প্রশ্ন ওঠার বলে এখন বর্তমানে মহেন্দ্র সিং ধোনির কি প্রতিক্রিয়া হয় সেটাই দেখার।