সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বারাণসীর ন’য়া পর্যটন কে’ন্দ্র “টেন্ট সিটি”, দরজার বাইরেই গঙ্গা, রয়েছে জিম ও স্পা

বারানসির মূল আকর্ষণ কাশী বিশ্বনাথ মন্দির। ক্রীত যাত্রীদের জন্য সম্প্রতি আরো বেশি সাজিয়ে তোলা হয়েছে বারানসি। এবার এই বারানার সাথে গড়ে উঠলো টেন্ট সিটি। শুক্রবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় এবং বিদেশী পর্যটকদের কথা মাথায় রেখে এই বিলাসবহুল tent গুলি তৈরি করা হয়েছে। পর্যটকরা এখানে দুই ধরনের প্যাকেজ বেছে নিতে পারবেন। প্রথমটি এক রাত এবং দুই দিনের। দ্বিতীয়টি দুই রাত এবং তিন দিনের।

জনপ্রতি হিসেব করি খরচ ধার্য করা হয়েছে। এখানে রয়েছে, ডিলাক্স টেন্ট, প্রিমিয়াম টেন্ট, কাশী স্যুট, গঙ্গা দর্শন ভিলা। চারটির ক্ষেত্রে চার রকম খরচ রয়েছে।

আরো খবর: স্টেট ব্যাংকে Account আছে? তাহলে আপনার জ’ন্য খা’রা’প খবর

আগ্রার দুই দিনের প্যাকেজ খরচ পড়বে জনপ্রতি ৭৫০০ টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত। আর ২রা ৩ দিনের প্যাকেজ নিলে খরচ হবে জনপ্রতি ১৫০০০ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।

প্রতিবছরের অক্টোবর থেকে পরের বছরের জুন মাস পর্যন্ত এই টেন্ট সিটি খোলা থাকবে। বাকি তিন মাস নদীর জল বেরিয়ে যাওয়ার কারণে বন্ধ রাখা হবে এটি।

আপনি অফিসে ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারেন। সেখানেই দেওয়া থাকবে ফোন নাম্বার। বিলাসব্যসনের সব রকম ব্যবস্থা থাকবে এখানে। দরজা খুললেই দেখতে পাবেন গঙ্গা।

গঙ্গায় স্নান করার জন্য থাকবে একটি ভাসমান কুণ্ড। এর মধ্যে থাকবে জিম, স্পা, সুইমিং পুল। নদীর ধারে বসেই যোগাসন করতে পারবেন আপনি। অর্থাৎ সবকিছু মিলিয়ে ছবির মত একটি দিন কাটাতে পারবেন আপনি এখানে বসে।