সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবাস যোজনার ঘরের টা’কা কখন ও কে কে পেলেন? রইলো লি’স্ট

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আবাস যোজনা ঘরের লিস্ট। কারা এই ঘর পাবেন এবং কারা এই ঘর পাবেন না, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে লিস্টে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে, আপনার এলাকায় কে কে এই ঘর পাচ্ছেন। শুধুমাত্র তাই না কবে কোন টাকা ব্যাংকের একাউন্টে আসলো সেটাও আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন।

আবার প্লাস যোজনা ২০২৩ এর জন্য ঘরের টাকা দেওয়া হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০ হাজার, দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে ৫০ হাজার, টাকা তৃতীয় কিস্তিতে এভাবে ১০ হাজার টাকা। মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে ঘর বানানোর জন্য।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে ৬০ শতাংশ টাকা এবং রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হবে ৪০% টাকা। যদি আপনি অনলাইনের মাধ্যমে এই যোজনার সংক্রান্ত লিস্ট দেখতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন প্রথমে আপনাকে। pmayg.nic.in ওয়েবসাইটে আসতে হবে । এরপরে যেতে হবে মেন মেনুতে, সেখানে awaassoft টি ক্লিক করতে হবে ক্লিক করার পর রিপোর্টে ক্লিক করুন।

এরপরে সেখানে থাকা সোশ্যাল অডিট রিপোর্ট অপশনে যান। সেখানে রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, সেখানেই ক্লিক করুন সেখানে রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দিন এবং কোন সালের ঘর লিস্ট দেখতে চান তা সিলেক্ট করুন এবং সাবমিট করুন।

আরো খবর: চোখের পাতা হঠাৎ কেঁ’পে উঠলে কি কোনো বি’প’দে’র ল’ক্ষ’ণ?

এরপরই আপনার সামনে চলে আসবে লিস্টে থাকার সমস্ত ব্যক্তির নাম। এবার আসুন জেনে নেওয়া যাক এই যোজনার টাকা আপনি কবে এবং কোন একাউন্টে পাবেন সেটা কিভাবে চেক করবেন।

প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে মেইন মেনু থেকে stakeholder ক্লিক করুন। এরপর IAY/PMYG beneficiary তে ক্লিক করতে হবে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে সাবমিট। এরপরে আপনার ডিটেলস চলে আসবে‌ নাম, ঠিকানা, কোন ব্যাংকে টাকা আসবে সমস্ত কিছু।