সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চোখের পাতা হঠাৎ কেঁ’পে উঠলে কি কোনো বি’প’দে’র ল’ক্ষ’ণ?

আমাদের প্রত্যেকের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও তার সব কিছুই শারীরবত্তীয় কারণেই স্পন্দিত হয় বা কোনো সমস্যা হলে সেসব কিছুই আমাদের হাতে থাকে না। তবে সমুদ্র শাস্ত্র মতে আমাদের শরীরের সব কিছুর উপরই কোনো না কোনো কারণ থাকে।
শাস্ত্র মতে আমাদের শরীরের অনিয়ন্ত্রিত স্পন্দন গুলিরও এক একটি মানে আছে।

আর এই বিষয় গুলি বেশ ভালই মানেন লোকে। যেমন কথিত আছে বাঁ চোখ কাঁপা ভালো। তবে এটি মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আবার ঠিক তার উল্টো। শোনা যায় ছেলেদের বাঁ চোখ কাঁপলে খুব খারাপ কোনো সংকেত বহন করে। পরিবারের কারো মৃত্যুও হতে পারে বলে মনে করা হয়।

কিন্তু ডান চোখ কাঁপা বেশ ভালো। তাতে জীবনে ভালো কিছু হতে পারে সেই বার্তা বহন করে। আবার অন্যদিকে মেয়েদের ডান চোখ কাঁপা ভালো নয় বলা হয়। এছাড়াও কপালের স্পন্দনকে সৌভাগ্যের লক্ষণ বলে মানা হয়। এতে বাড়িতে অর্থলাভ হতে পারে বলেও মনে করা হয়।

আরো খবর: একজনকেই দুবার বি’য়ে করেছেন এই বলি সুন্দরীরা, চিনে নিন তাদের

বা দুই গাল যদি একসাথে কাঁপে তাহলেও খুব শীঘ্রই অর্থলাভ হতে পারে বলে বলা হয়ে থাকে।এছাড়াও বার বার ঠোঁট কাঁপলে নতুন বন্ধুর আগমন হতে পারে জীবনে বলেও মনে করা হয়।

তবে ডাক্তারী ভাষায় বললে এগুলো সবই এক একটা শারীরিক সমস্যা। তাই অনেকদিন ধরে চোখ এভাবে কাঁপলে চোখের ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। এতে শারীরিক কোনো সমস্যা হলে তাড়াতাড়ি সেরে যাবে।