সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ মার্চ থেকেই পাওয়া যা’বে DA, ঠিক ক’তো শতাংশ ম’হা’র্ঘ্য ভা’তা পাবেন? বিজ্ঞপ্তি নবান্নের

তথ্য ও ছবি: সংবাদ প্রতিদিন

এই বছর ১ মার্চ থেকেই রাজ্যে লাগু হতে চলেছে দুই কিস্তির মহার্ঘ ভাতা। ৩ শতাংশ থেকে যা বাড়িয়ে করা হয়েছে ৬ শতাংশ।গত ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।অতিরিক্ত ৩ শতাংশ যোগ করা হয়েছে এ বছরের বাজেটে।

গত ১৫ই ফেব্রুয়ারি,বুধবার,রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ।বিভিন্ন খাতে সরকারের আয় ও ব্যয়ের হিসাব,বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে উপকৃত মানুষের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

শহিদ মিনারে বকেয়া ডিএ-এর দাবিতে বিগত কয়েকদিন দিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা।বকেয়া ডিএ’র দাবিতে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিলো সংগ্রামী যৌথ মঞ্চ (চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন)।

আরো খবর: MMS কা’ণ্ডে অভিনেত্রীর জীবনে ঝ’ড় ওঠে, কে এই অক্ষরা সিংহ?

সরকারি কর্মীদের বক্তব্য অনুসারে, বকেয়া ডিএর পরিমাণ ৩৯ শতাংশ। বৃদ্ধি হয়েছে মাত্র ৩ শতাংশ।অনেকে ঘটনাটিকে মরুভূমিতে এক বালতি জল ঢালার সঙ্গে তুলনা করেছেন।

একজন কর্মীর বক্তব্য, “আমাদের প্রাপ্য ৩৯ শতাংশ ডিএ সুদ সমেত ফেরত দিতে হবে। এটা আমাদের দীর্ঘদিনের লড়াই। আমরা ভিক্ষার করার জন্য এখানে সংসার, বাড়িঘর ছেড়ে বসিনি।’ আগামী ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাকও দিয়েছেন সংগ্রামী মঞ্চ । অনেকে আবার ডিএ প্রত্যাখ্যানের দাবিও জানিয়েছেন।