Home অফবিট ১৯৮৬ সালে Royal Enfield Bullet-র দা’ম কত ছি’লো? এখন কতগুণ দা’ম বে’ড়ে’ছে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৯৮৬ সালে Royal Enfield Bullet-র দা’ম কত ছি’লো? এখন কতগুণ দা’ম বে’ড়ে’ছে বাইকের?

আজকাল সাইকেলের যুগ উঠে গেছে বললেই চলে। এখন প্রায় অধিকাংশ মানুষের বাড়িতেই বাইক রয়েছে। একটু দূরে যাওয়ার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিতে হয়না নিজের একটা মোটরসাইকেল থাকলে। আর তাই মানুষ এত বেশি বাইকের দিকে ঝুঁকছে। আর যারা বাইক প্রেমী তাদের কথা তো আলাদাই।

তারা প্রতি নিয়ত খবর রাখে কোন নতুন মডেল বাজারে এসে পৌঁছেছে। অনেকেরই সখ থাকে লেটেস্ট ব্র্যান্ডের গাড়ি কেনার। তবে অল্প বিস্তর সকলেরই যে গাড়ির দিকে আকর্ষণ বেশি তা অবশ্যই রয়াল এনফিল্ড। তবে সাধ থাকলেও, সকলের সাধ্য হয় না এই রয়্যাল এনফিল্ড বাইক কেনার। তবে সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় রয়্যাল এনফিল্ডের একটি বিল ভাইরাল হয়েছে ব্যাপক পরিমাণে।

যেখানে দেখা গিয়েছে, খুবই সস্তায় পাওয়া যাচ্ছে এই বাইক। যদিও সেই বিলে সময়টা লেখা ছিল ১৯৮৬ সাল। সেই সময় এই বাইকের দাম ছিল ১৮৭০০ টাকা। তখন এই বাইকটি রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি মডেলের ছিল। যেটার বর্তমান দাম প্রায় ১৮০০০০ টাকা। যা সাধারণ মধ্যবিত্ত মানুষের ধরা ছোঁয়ার বাইরে।

আরো খবর: মেয়ের বয়স মাত্র ১০ বছর, বাড়ি-গাড়ি ছাড়া কি কি সম্পত্তি রেখে গেলেন সতীশ কৌশিক?

ভাইরাল হওয়া ছবিটি দেখে বোঝা যাচ্ছে, ভারতের ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত সন্দীপ অটো কোম্পানির থেকে এই বাইকটি কেনা হয়েছিল। আগে এই বাইক গুলি এনফিল্ড বুলেট নামে পরিচিত ছিল। পরবর্তীতে সেই নামের পরিবর্তন করে রাখা হয়েছে রয়্যাল এনফিল্ড।

Royal Enfield বর্তমানে 350cc এবং 500cc ইঞ্জিন সহ শুধুমাত্র দুই চাকার গাড়ি তৈরি করে। আজকালকার ছেলে মেয়েদের কাছে এই রয়েল এনফিল্ড একটা ফ্যাশন সেনসেশন হয়ে দাঁড়িয়েছে। একটা অন্য ইমেজই যেনো বহন করে এই বাইক ও বাইক আরোহী। আর তাই তো এত জনপ্রিয় এই বাইক।