সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুল শিক্ষক-শিক্ষিকাদের পেনশন নিয়ে বৈ’ঠ’ক রাজ্যের, বেঁ’ধে দেওয়া হ’লো সময়

রাজ্য সরকার এবার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকদের পেনশনের জট কাটাতে তত্‍পর হল। যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের ফাইল আটকে আছে, তাঁদের ফাইল রিলিজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হল।

সূত্রের খবর, দ্রুত পেনশনের অর্থ অবসরপ্রাপ্ত শিক্ষকদের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।গত ছ’মাসে সরকার-পোষিত স্কুলগুলির যে শিক্ষকরা অবসর নিয়েছেন, তাঁদের পেনশন আটকে আছে বলে অভিযোগ উঠেছে।

তা নিয়ে সোমবার নবান্নে ডিরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইনসিওরেন্সের সঙ্গে বৈঠকে বসে অর্থ দফতর।বৈঠকে দ্রুত পেনশন কাটানোর নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন: পাইলসের স’ম’স্যা’য় জ’র্জ’রি’ত? কি কি খা’বে’ন ও কি কি খা’বে’ন না জেনে নিন

যে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকদের তিন মাসের বেশি পেনশনের ফাইল আটকে আছে, আগামী ১১ মার্চের (শুক্রবার) মধ্যে তাঁদের ফাইল রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্ন তাছাড়া ২২ ফেব্রুয়ারি পর্যন্ত যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের ফাইল আটকে আছে, তাঁদের ফাইল ছাড়ার সময়সীমা পাঁচ সপ্তাহ ধার্য করেছে।