সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ৬ মাসের ম’ধ্যে পেট্রোলের দা’ম অনেক ক’মে যাবে! আশার কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী

দেশে প্রতিনিয়ত বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। অনেকেরই জীবন যাপনের খরচ বেড়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ে সব থেকে বেশি চিন্তায় মধ্যবিত্ত।

আশার কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। তিনি জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে বিকল্প জ্বালানি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

এটাও পেট্রোলের মতোই, এই জ্বালানি দিয়েও গাড়ি, বাইক চলবে। নীতিন গড়করি একটি বিজনেস সামিটে জানিয়েছেন, অটোমোবাইল সংস্থার কর্ণধাররা তাঁকে কথা দিয়েছেন, ৬ মাসের মধ্যে তাঁরা Flex Fuel-এ চলে এমন ইঞ্জিন প্রস্তুত করার কাজ করবেন।

আরো পড়ুন: চীন বাংলাদেশে মি’সা’ই’ল ঘাঁ’টি তৈরি করছে! যা বললেন চাইনিজ রাষ্ট্রদূত

পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো হতে পারে। যার ফলে সাধারণ পেট্রোলের থেকে ফ্লেক্স ফুয়েল পাওয়া যেতে পারে অর্ধেক দামে।

নীতিন গডকরি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ভারতে ১০০ শতাংশ ইথানলে চলবে গাড়ি, বাইক। অটোমোবাইল সংস্থাগুলি তাঁকে জানিয়েছে, তারা এমন ইঞ্জিন প্রস্তুত করছে যা বিকল্প জ্বালানিতে চলবে। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন এদেশের ভবিষ্যত বলে জানিয়েছেন তিনি।