সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজ্ঞানীরা হা’তে পেলেন আশ্চর্য্য মলম, পুরোপুরি টা’ক পড়লেও ফের গ’জা’বে চুল

চুল ওঠা আর স্ট্রেস, কার্যত একে অপরের সমানুপাতিক। যদি চুল ওঠে তাহলে স্ট্রেস অর্থাৎ মানসিক অবসাদ বাড়বে। আবার বিশেষজ্ঞরা বলছেন, মানসিক অবসাদ বাড়লে নির্ধারিতভাবে চুল পড়বেই। কাজেই উপায়? উপায় হলো মানসিক অবসাদ কম করা। কিন্তু বর্তমান ইঁদুর দৌড়ের যুগে মানসিক অবসাদ কম করা কার্যত চ্যালেঞ্জের মত। তাহলে কি করার কিছুই নেই?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কিন্তু বহু গবেষণা করে উপায় খুঁজে বের করে ফেলেছেন। তারা এমন এক উপায় খুঁজেছেন যা কার্যত সম্পূর্ণ টাক পড়ে যাওয়া ব্যক্তির মাথাতেও চুল গজাতে সাহায্য করবে। চুল পড়ার জন্য দায়ী এক প্রোটিনের খোঁজ পেয়ে গিয়েছেন তারা। এই প্রোটিনের অভাবে চুল ওঠে।

এই প্রোটিনের নাম GAS6। গবেষকরা আপাতত এই প্রোটিন দিয়ে এক প্রকারের ক্রিম বানানোর প্রচেষ্টায় আছেন। যদিও এখনই অবশ্য এ বিষয়ে নিয়ে তাড়াহুড়া করার দিকে যাচ্ছেন না বিশেষজ্ঞরা। আপাতত ইঁদুরের উপর গবেষণা চলছে। এ বিষয়ে আরো গবেষণার প্রয়োজন আছে। চূড়ান্ত অনুমোদন পেলে তবেই এই ক্রিম বাজারজাত করা হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

নেচার পত্রিকায় প্রকাশিত এই রিপোর্ট কার্যত কেশবিহীনদের মনে নতুন করে আশার সঞ্চার করছে। তারা আপাতত চিকিৎসকদের গবেষণার সফলতার জন্য অপেক্ষা করছেন।