সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তামাকজাত দ্রব্যে করের নি’য়’মে ব’ড় বদল! আজই জানুন

পান মশলায় ট্যাক্স বসানো নিয়ে নানান রকম তরজা চলছে। এবার পান মসলার রিটেল দাম অনুযায়ী জিএসটি শেসের হার স্থির করে দিয়েছে সরকার। চলতি মাসের প্রথম থেকেই পান মশলা এবং তামাক প্রস্তুতকারকদের উপর এই নিয়ম ধার্য করা হবে।

আগের নিয়ম অনুযায়ী ২৮% জিএসটি এবং তার উপরে আরোপ করা হয়েছিল আরো কিছু সেস। ৩১ শে মার্চ পর্যন্ত অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী পান মসলার উপর জিএসটির হার খুচরো বিক্রয় মূল্যের থেকে ০.৩২ গুণ বেশি ছিল।

তামাক গুটকা পান মশলায় এই বিক্রয় মূল্যের উপর ০.৬১ গুণ সেস আছে। সিগারেট ও হকার জন্য তামাক মিশ্রণের উপর এর হার ০.৬৯ গুন। অর্থ মন্ত্রক প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী পান মশলার উপর প্রযোজ্য জিএসটির হার ০.৩২ গুণ।

মুখে চিবানোর তামাক ফিল্টার খৈনি এবং জর্দা ও সুগন্ধি তামাকে আরএসপি ০.৫৬ গুণ আরোপিত হবে। এছাড়া নামিদামি ব্রান্ডের তামাক এবং গুটকা ও গুরাক্ষুর উপর ০.৩৬ গুণ আরোপ করা হবে।

আরো খবর: আচ্ছা যদি দেশজুড়ে 5G চা’লু হয়ে যা’য় ত’বে 4G ফোনগুলোর কি হ’বে?

কারখানার গেট পার হওয়ার আগেই নির্মাতাদের মসলা এবং চিবানোর তামাকের উপর চূড়ান্ত কর দিতে হবে।কর ফাঁকি রোধ করতে তা বিরাট ভূমিকা গ্রহণ করবে বলেই মনে করা হচ্ছে এই কারণে একেবারে শুরুতেই সেস সংগ্রহ করা হচ্ছে।

পান মশলা ও তামাকের উপর আরএসপি ভিত্তিক যে আয় হবে তা আগের তুলনায় অনেক বেশি হবে বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের।