সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আচ্ছা যদি দেশজুড়ে 5G চা’লু হয়ে যা’য় ত’বে 4G ফোনগুলোর কি হ’বে?

ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে চালু হয়ে গিয়েছে ফাইভ-জি পরিষেবা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে এই ইন্টারনেটের দ্রুতগতি পরিসেবা চালু হয়েছে। তবে কেবলমাত্র কিছু টেলিকম সংস্থা এই পরিষেবার বরাত পেয়েছে।

তবে দেশের সব জায়গায় 5জি পরিষেবা এখনো পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।  কিছুটা সময়ের মধ্যে তার সমগ্র দেশে ছড়িয়ে পড়বে বলে আশাবাদী বিভিন্ন মহল। ইতিমধ্যে প্রচুর মানুষ এই পরিষেবা ব্যবহার করতে শুরু করে দিয়েছেন।

যখন ফোরজি বাজারে এসেছিল তখন থ্রিজি বা টুজির কি হয়েছিল এই প্রশ্ন অনেকেই করেছেন। 5জি আসার পর এখনো পর্যন্ত চলছে টুজি কিংবা থ্রিজি। তবে ফোরজি এই দুটি পরিষেবাকে টেক্কা দিয়েছে। এখনো অনেক স্মার্ট ফোনে থ্রিজি পরিষেবা চলে।

আরো খবর: মধ্যশিক্ষা পর্ষদের ন’থি সংশোধন করতে ফি লাগবে ১০০০ টা’কা

ফাইভ-জি ব্যবহার করেন এমন অনেকেই বলছেন দ্রুতগতির ইন্টারনেটের কারণে ফোনের ডাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এটাই একটা বড় সমস্যা।

যেমন কেউ যদি ফোরজি স্পিড সারাদিন ব্যবহার করেন তবে কোনো রকম কাজ না করলে 1.5gb যেটা সারাদিন চলে যায়।

তবে ফাইভ জির ক্ষেত্রে সেটা নাকি তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তাই অনেকে স্পিড থাকার পরেও ফোরজি নেটওয়ার্কের ফোন সেট করছেন।

সুতরাং স্পিড যেমন দিচ্ছে 5g তেমনি তার মাশুল গুনতে হচ্ছে। এখন ফাইভ-জি নেটওয়ার্ক থাকলেও কেউ যদি ফোরজি চালাতে চান সেটাও সম্ভব।