সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সত্যিই কি ব’ন্ধ হ’চ্ছে Cartoon Network? কি জা’না’লো চ্যানেল কর্তৃপক্ষ?

আমাদের সময় এত স্মার্টফোন অথবা অপশন ছিল না বিনোদনের জন্য। নয় দশকের ছেলেমেয়েদের কাছে শুধুমাত্র বিনোদন বলতে ছিল কার্টুন নেটওয়ার্ক। কার্টুন নেটওয়ার্কের চ্যানেল মানিয়েছিল খুশির ঠিকানা। এই কার্টুন নেটওয়ার্কের সঙ্গেই আমরা পরিচয় করেছি টম এন্ড জেরি, স্কুবিডু, পাওয়ার অফ গার্লস, লুনি টিউনস, বাগস বানিয়ে আরো অনেক ক্যারেক্টারের সঙ্গে। তালিকায় এতই লম্বা যে শেষ করা যাবেনা।

আমাদের ছোটবেলাটাকে কিরকম পাল্টে দিয়েছিল এই কাটুন নেটওয়ার্ক। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্টুন নেটওয়ার্ক বদলি হয়ে যায় cn। বদলে যায় লোগো। কিন্তু এখনো ভালোবাসা বিন্দুমাত্র কমেনি আমাদের মনে। কিন্তু সম্প্রতি শোনা গেল এই চ্যানেলের অস্তিত্ব থাকবে না। চ্যানেলের তরফ থেকে এটি বিবৃতি করে জানানো হয়েছে, কার্টুন নেটওয়ার্ক সম্প্রতি ওয়ার্নার্স ব্রাদার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

কথাটি শোনার পর থেকেই কোটি কোটি ভক্তদের মন খারাপ। সম্প্রতি মন খারাপ নিয়ে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে কার্টুন নেটওয়ার্কের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন সকলকে।

আরো পড়ুন: আ’য়ে’র নিরিখে বিক্রমকে পিছনে ফে’লে ন’য়া রে’ক’র্ড গড়লো “পোন্নিয়িন সেলভান”

সোশ্যাল মিডিয়ায় যখন কার্টুন নেটওয়ার্ককে ঘিরে শোক প্রকাশে ব্যস্ত কোটি কোটি ভক্ত ঠিক সেই সময় খুশির খবর নিয়ে এলো চ্যানেল কর্তৃপক্ষ। কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, বন্ধ হবে না কার্টুন নেটওয়ার্ক। বরং ত্রিশে পা দিয়ে এবার নতুন করেই সেজে আসতে চলেছে কার্টুন নেটওয়ার্ক। চ্যানেলের এই টুইট পড়ে কিছুটা স্বস্তিতে সকলে।