Home বিনোদন আ’য়ে’র নিরিখে বিক্রমকে পিছনে ফে’লে ন’য়া রে’ক’র্ড গড়লো “পোন্নিয়িন সেলভান”

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’য়ে’র নিরিখে বিক্রমকে পিছনে ফে’লে ন’য়া রে’ক’র্ড গড়লো “পোন্নিয়িন সেলভান”

মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহের পরেই বাজিমাত করলো ,পোন্নিয়িন সেলভান ১। কমল হাসানের অভিনীত বিক্রমের রেকর্ডকেও এবার পুরোপুরি ভেঙে দিয়েছে দক্ষিণের এই নতুন ছবিটি। দু সপ্তাহের মধ্যে ৪৫০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবিটি। বিক্রম ছবিটি মুক্তি পেয়েছে চলতি বছরের ৩০শে জুন, যেটি আয় করেছে ৪৪২ কোটি টাকা কিন্তু সেই ছবিকেও এবার ছাপিয়ে চলে গেছে পোন্নয়িন সেলভান ১, যেটি দুসপ্তাহে আয় করে ফেলেছে ৪৫০ কোটি টাকা।

বাণিজ্য সমীক্ষা অনুযায়ী বলা সম্ভব হচ্ছে যে সপ্তাহের শেষে প্রেক্ষাগৃহ সবসময়ের জন্যই ভরা থাকছে বক্সঅফিসে দর্শকদের মন জয় করে ফেলেছেন ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ছবিটি। এই ছবিটি তৈরি করা হয়েছে ও বেশ জাঁকজমকপূর্ণ ভাবে। দক্ষিণের ব্যয়বহুল সিনেমার তালিকার মধ্যেও রয়েছে এই ছবিটি। এই ছবিটিতে দেখানো হয়েছে ইতিহাসের পটভূমি। চার মাসের ব্যবধানে দুটি ছবি সুপার ডুপার হিট হয়েছে।

নির্মাতারা আশা করছেন যে ২০২৩ সালে মুক্তি পাবে পোন্নিয়িন সেলভান ২, যেটি প্রথম পর্বের রেকর্ড কিভাবে আগামী বছরের গ্ৰীষ্ম কালে সিনেমা হলে ঝড় তুলতে পারে এই সিনেমাটি। প্রথম সিনেমাটির ৬ থেকে ৯ মাস পরেই পরের পর্বটি মুক্তি পেতে চলেছে।

আরো পড়ুন: দীপাবলি বা’ম্পা’র অফার, টাটা ও মারুতির গাড়িতে অ’বি’শ্বা’স্য ডিসকাউন্ট, এটাই সে’রা সু’যো’গ

পোন্নিয়িন সেলভান ১ ছবিটি মুক্তি পেয়েছে পাঁচটি ভাষায়, মুক্তি পেয়েছে হিন্দি, তেলেগু মালায়ালাম, কন্নড় এবং তামিল ভাষায়। ছবিটিতে দক্ষিণ ভারতের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। চোল সাম্রাজ্যের ওঠাপড়া, সিংহাসন দখলের লড়াই, সেলুলয়েডের পুনরুজ্জীবিত, সমস্ত ইতিহাসকেই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। যেভাবে খরচ করে এই সিনেমাটি কে বাস্তবায়িত রূপ দেওয়ার চেষ্টা করেছে সেটার পরিশ্রম সার্থক হয়েছে সেটা বুঝতে পারছেন নির্মাতারা।