সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা হ’য়ে গে’লো, জেনে নিন

জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে  মাধ্যমিকের রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 3 জুন ফলাফল ঘোষণা করা হবে।

বিভিন্ন সূত্রের খবর, পর্ষদের তরফে শুরু থেকেই 3 জুন ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে ওই দিন ফলপ্রকাশ হবে কিনা তা নিয়ে রাজ্য সরকারের অনুমতির অপেক্ষায় ছিল পর্ষদ। সেই সবুজ সংকেত পাওয়ার পরই দিনক্ষণ স্থির করা হল।

চলতি এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় 11 লাখ 26 হাজার 863 জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র 5 লাখ 59 জন এবং ছাত্রী 6 লাখ 26 হাজার 804 জন।‌4 হাজার 154টি পরীক্ষাকেন্দ্রে এবছর পরীক্ষা নেওয়া হয়েছে।

আরো পড়ুন: জাহাজ হারিয়ে গেলে টা’কা দে’বে ট্রাভেল এজেন্সি, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আ’জ’ব বিজ্ঞাপন

কোভিড কালে গতবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবছর পরিস্থিতির সামান্য উন্নতি হতেই সরাসরি পরীক্ষা কেন্দ্র গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও প্রতি ক্ষেত্রেই কঠোরভাবে মানা হয় কোভিড বিধি।

এবার সেই কারণই পরীক্ষার ফলের আগে বাড়তি আগ্রহ রয়েছে পড়ুয়াদের মধ্যে। কবে ফলপ্রকাশের দিনটা ঘোষণা হয়, সেইদিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা।