সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা মহা’নন্দা শিশু উ’দ্যা’নে উ’দ্বো’ধ’ন হল ৭ দি’ন ব্যা’পী হস্ত’শিল্প মে’লা’র

মালদা মহানন্দা শিশু উদ্যানে উদ্বোধন হল ৭ দিন ব্যাপী হস্তশিল্প মেলার

মালদা,৭ ফেব্রুয়ারি : ৭ দিন ব্যাপী মালদা সোনাঝুড়ি হাটের উদ্বোধন হল সোমবার। মালদা শহরের ২০ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে আগামি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এই হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার,বাপ্পা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শুধু মালদা জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা তাদের নিজেদের হাতের তৈরী সামগ্রী নিয়ে উপস্থিত হন এই মেলায়।

মালদা জেলার বাঁশের হস্তশিল্প থেকে বাঁকুড়ার টেরাকোটা, মেদিনীপুরের পটচিত্র থেকে শুরু করে বিভিন্ন শিল্পের সমাহার রয়েছে।তেমনি জেলার মহিলাদের হাতে তৈরী প্রসাধনী সামগ্রী, কাপড়, খাবার, পাপড়, আচার সহ নানান জিনিস রয়েছে এই হস্তশিল্প মেলায়।