সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঝড়বৃষ্টির সময় চায়ের দোকানে ক্যারাম খে’লা’য় মেতেছিল ৩ কিশোর, ম’র্মা’ন্তি’ক পরিণতি

গতকাল শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কালবৈশাখী ঝড়ের দাপটে সব লন্ডভন্ড হয়েছে। যার কারণে সাধারণ মানুষের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যেই এমন একটি ঘটনা সামনে আসল সম্প্রতি।

ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলায় রাজারবাগান এলাকায়। সেখানে গাছ ভেঙ্গে মৃত্যু হয়েছে শেখ আলিশানের, তার সাথে আহত হয়েছে আরও ২ জন। তাদের ঘটনার পর বর্ধমানের মেদীকয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যারা সেখানে সেই সময়ে উপস্থিত ছিল তারা জানিয়েছে, রাজারবাগান এলাকায় একটি চায়ের দোকানে উপস্থতি ছিল ৩ জন কিশোর। আর সেখানেই গাছ ভেঙ্গে পড়ায় একজনের মৃত্যু হয়েছে ও তার সাথে আহত হয়েছে ২ জন।

আরো পড়ুন: এবার কর ক’মি’য়ে দে’খা’ক রাজ্য, বিজেপির জ্বালানি চ্যা’লে’ঞ্জ

তারা নাকি সেই চায়ের দোকানে ঝড়ের সময় ক্যারাম খেলছিল। হঠাত করেই গাছ ভেঙ্গে পড়ায় তারা ততক্ষনাত কোনো সিদ্ধান্ত নিতে পারে নি , এমনটাই অনুমান করা হয়। এরপর সেই ঘটনা স্থলে আসে এসডিও।

তার সাথে আসে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও প্রশাসনের আধিকারিকরা। এদিকে আসে দমকল বাহিনী। তারা এসে সবাইকে উদ্ধার করে যথাস্থান থেকে।

স্থানীয়রা জানায়, এতদিন ধরে রেল কর্তৃপক্ষের কাছে গাছ কাটার কথা বললেও তারা কানে নেয় না তেমন ভাবে। যদি তারা কথা শুনত তাহলে এই ঘটনা নাও ঘটতে পারত।।