সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিগ ব্রেকিং: রাত ১০ টা অবধি লো’কা’ল ট্রেন

রাজ্যে উত্তরোত্তর করোনা সংক্রমণ বাড়ছে। প্রতিদিনের করোনা সংক্রমনের সংখ্যাটা আগের দিনের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সোমবার থেকে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধের পথেই হেটেছে রাজ্য সরকার। একাধিক ক্ষেত্রে বিধি নিষেধ জারি করার পাশাপাশি লোকাল ট্রেনের উপরেও কাটছাঁট করা হয়েছে। যদিও গতবারের মতো এবারও লোকাল ট্রেন পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়নি।

প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল সোমবার থেকে 15 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে সাতটার পর থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। সরকারি নির্দেশে কার্যত নিত্যযাত্রীদের মনে ক্ষোভের সঞ্চার হয়। নিত্যযাত্রীরা সরকারের সিদ্ধান্তের সমালোচনা করতে থাকেন। অবশেষে যাত্রীদের অভিযোগ বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হল নবান্ন।

নিত্যযাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে যাত্রী সুবিধায় লোকাল ট্রেন চলাচলের সময়সীমা আরও তিন ঘণ্টা বাড়ানো হলো। অর্থাৎ এবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা নাগাদ নয়, সন্ধ্যা 7 টার পরিবর্তে প্রতিদিন রাত দশটা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। এতে যাত্রীদের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।

লোকাল ট্রেন পরিষেবা সন্ধ্যে সাতটার মধ্যে বন্ধ করে দেওয়ার ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভ দেখাতে থাকেন নেটিজেনরা। প্রশ্ন ওঠে ওই সময় কোনো ট্রেন ধরে চলমান অবস্থায় থাকে তাহলে সে ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? অবশেষে সমস্যার সমাধান করলো রাজ্য সরকার।